Ajker Patrika

পান চাষে দিনবদল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ২৭
পান চাষে দিনবদল

পান চাষের মাধ্যমে নিজের ভাগ্য বদলেছেন ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের মস্তবাপুর গ্রামের আমজাদ হোসেন গাজী। এক সময় পরের খেতে কামলা খেটে কোনো রকমে সংসার চালানো আমজাদ এখন পরিবার-পরিজন নিয়ে বেশ সচ্ছল জীবন কাটাচ্ছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, একটা সময় আমজাদ বাস করতেন ঝুপড়ি ঘরে। কিন্তু কিছুদিন আগে ১২ লাখ টাকা খরচ করে একটি পাকা বাড়ি করেছেন। কয়েক বছর আগে একমাত্র মেয়ের বিয়েতে ব্যয় করেছেন প্রায় ৬ লাখ টাকা। পান চাষ আমজাদ হোসেনকে এই অভাবনীয় সাফল্য এনে দিয়েছে।

আমজাদ আলী জানান, প্রায় ১৫ বছর আগে ১০ কাঠা জমিতে পানের চাষ শুরু করেন তিনি। বেশ ভালো লাভ পাওয়ায় আরও দেড় বিঘা জমিতে পান চাষ করেন। বর্তমানে তাঁর দুই বিঘা জমিতে পানের চাষ রয়েছে। দেশি ভাবনা জাতের পান, ইন্ডিয়ান এলসি জাতের পান ও ঝাল পানের চাষ করেন তিনি। বাজারে এ তিন জাতের পানেরই রয়েছে ব্যাপক চাহিদা। এক বিঘা পানের খেতের বেড়া, সার ওষুধ, সেচ ও ছাউনিসহ পরিচর্যা করতে প্রতি বছর কমপক্ষে এক লাখ টাকা খরচ হয়। পানের দাম ভালো থাকলে বছরে তিন লক্ষাধিক টাকার পান বিক্রি করা যায় বলছিলেন আমজাদ হোসেন।

আমজাদ আরও জানান, বর্তমানে পানের বাজার খুবই কম। ফলে লাভ খুব একটা বেশি হচ্ছে না। ফাল্গুন-চৈত্র মাসের দিকে পানের দাম বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

কালীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত কবীর বলেন, ‘এ অঞ্চলের চাষিরা পান চাষ করে বেশ সফল। তবে চাষিরা রাসায়নিক সার ব্যবহার শুরু করায় অনেকের পানের খড় পচে যাচ্ছে। তাই আমরা চাষিদের পানের বরজে কেঁচো সার প্রয়োগে উৎসাহিত করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত