Ajker Patrika

প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৯
প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পঞ্চম দিনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতির কোনো হিসেব নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে।

স্কুল-কলেজ খোলার প্রথম দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি গতকাল বৃহস্পতিবার ছিল ৮৭ শতাংশ। তবে বিদ্যালয়গুলোর ভেতরে স্বাস্থ্যবিধি ঠিক থাকলেও স্কুল কলেজে প্রবেশের সময় এবং ছুটির পর গেটের বাইরে হচ্ছে জটলা।

উপজেলা শিক্ষা কার্যালয় (প্রাথমিক) সূত্রে জানা গেছে, উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৭৩৬। প্রথম দিন উপস্থিতি ছিল ২৯৭৫ জন। উপস্থিতির হার ছিল ৮১। এ দিন ছাত্রের তুলনায় ছাত্রীর উপস্থিতি বেশি ছিল।

স্কুল খোলার দ্বিতীয় দিন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। উপজেলায় উপস্থিতির হার ছিল প্রথম শিফটে ৮২। দ্বিতীয় শিফটে ছিল ৮৩ শতাংশ। তৃতীয় দিন প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৭। আর দ্বিতীয় শিফটে শিক্ষার্থীর উপস্থিতির ছিল ৫৭ শতাংশ। চতুর্থ দিন থেকে উপস্থিতির হার বাড়তে থাকে, এদিন এক শিফটে ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলায় ১৮২৯ শিক্ষার্থী স্কুলে উপস্থিতি ছিল। এর হার ছিল ৮৭। পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবারও এক শিফটে ক্লাস অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলায় ১৮৩৭ জন শিক্ষার্থী উপস্থিতি ছিল। এর হারও ছিল ৮৭ শতাংশ।

এ দিকে উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার কেমন এই ধরনের কোনো তথ্য কার্যালয়ে নেই। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুর হোসেন বলেন, ‘বিদ্যালয় গুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলছে। তবে কি পরিমাণ শিক্ষার্থী উপস্থিত হচ্ছে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের অফিসে নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিতির বিষয়ের তথ্য ঢাকায় পাঠাচ্ছেন। কেউ না পাঠাতে পারলে তাঁদের আমরা সহযোগিতা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত