Ajker Patrika

৯ ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ১৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ০০
৯ ইউপিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ১৬

চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ ইউপিতে আওয়ামী লীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী লড়বেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাটহাজারীর ইউপি নির্বাচনে ৫৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর মির্জাপুর, ফতেপুর, মেখল ও গড়দুয়ারা ইউপিতে একজন করে চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

সূত্রে জানা গেছে, হাটহাজারীর ১৪ ইউনিয়ন পরিষদের মধ্যে গুমানমর্দন ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর মেখল ইউপিতে যাচাই-বাছাইয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী কাজী মো. নাছির উদ্দিনের মনোনয়ন বাতিল হওয়ায় সেখানে আওয়ামী লীগের প্রার্থী মো. সালাহউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।

এদিকে ৯ ইউপিতে আওয়ামী লীগের ১৬ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৩ ইউপিতে চেয়ারম্যান পদে সরকারদলীয় প্রার্থী হিসেবে ১৩ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের তিনজন, জাতীয় পার্টির একজন, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের একজন এবং স্বতন্ত্র প্রার্থীসহ ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীরা হলেন হাটহাজারী উপজেলার ধলই ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল মনছুর, মির্জাপুরে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী আলী হাসান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলী আকবর, গড়দুয়ারা ইউপিতে প্রবাসী সংগঠক আওয়ামী লীগের এনামুল হক, ফতেপুরে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শামীম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন হায়দার, চিকনদন্ডীতে উপজেলা আ.লীগের সাবেক সদস্য আহমদ নুর, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবলীগের সৈয়দ মাসুদুজ্জামান সোহেল ও সাবেক ছাত্রনেতা আবদুল জব্বার, উত্তর মাদার্শা ইউপিতে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাবেক সদস্য ওমর ফারুক, দক্ষিণ মাদার্শায় বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, শিকারপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক এবং বুড়িশ্চরে ৪ নম্বর ওয়ার্ড . লীগের সদস্য জসিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা জাহেদ হোসাইন।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, তবে যাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করে দাখিল করেছেন তাঁদের বিষয়ে দল অবশ্যই সিদ্ধান্ত নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত