Ajker Patrika

নগরীতে ১২১ যানবাহন চালকের নামে মামলা

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০: ৫৯
নগরীতে ১২১ যানবাহন চালকের নামে মামলা

সড়কে শৃঙ্খলা ফেরানো ও পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১২১ যানবাহন চালকের নামে মামলা করা হয়।

গত শনিবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়। নগরীর গুরুত্বপূর্ণ সব কটি মোড়ে তল্লাশি চৌকির মাধ্যমে এ অভিযান পরিচালনা করে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

নগরীর তেমুখী বাইপাস, কোম্পানীগঞ্জ বাইপাস, সুরমা বাইপাস, দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাস, প্যারাইরচক বাইপাস, অতিরবাড়ি (মহাসড়ক) বাইপাস, মেন্দিবাগ, জিন্দাবাজার, চৌহাট্টা ও শাহজালাল ব্রিজের মুখে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়।

অভিযানে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার/জিপ, মাইক্রোবাস, লেগুনা, পিকআপ, টেম্পো, বড় ও মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, ডেলিভারি ভ্যান, টমটম, ব্যাটারিচালিত অটোরিকশাসহ ১০৩টি কাগজবিহীন যানবাহন ডাম্পিং করে পুলিশ লাইনসে পাঠানো হয়।

এ ছাড়া হেলমেট ছাড়া ও তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোসহ সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২১টি যানবাহন চালকের নামে মামলা করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে কমিশনারের নির্দেশে মহানগরীর ছয়টি প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ, নিবন্ধনবিহীন যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেলে ট্রিপল রাইডার, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত