Ajker Patrika

‘সিলেট নিয়ে কটূক্তিকারীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৮
‘সিলেট নিয়ে কটূক্তিকারীদের  প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’

আধ্যাত্মিক নগরী সিলেট নিয়ে কটূক্তিকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা এই আহ্বান জানান।

শিরকের আড্ডাখানা ও হজরত শাহজালাল (র.)-এর দরগাহ শরীফকে মারকাযুশ শিরক বা শিরকের কেন্দ্র আখ্যাদানের প্রতিবাদে সর্বস্তরের জনতার পক্ষে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সিলেট ও হজরত শাহজালাল (র.)-এর দরগাহ নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সিলেট সারা দেশের মানুষের কাছে পবিত্র ভূমি ও আধ্যাত্মিক নগরী হিসেবে স্বীকৃত। এ ভূমিকে শিরকের আড্ডাখানা আখ্যা দেওয়া চরম ধৃষ্টতা ও সিলেটকে অবজ্ঞা করার শামিল। এটি সিলেটের মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। অনুরূপভাবে হজরত শাহজালাল (র)-এর মাজারকে শিরকের কেন্দ্র বলে তারা চরম বেয়াদবি করেছে। সংশ্লিষ্টদের ধৃষ্টতামূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

সোবহানীঘাট জামেয়া মাহমুদিয়ার শাইখুল হাদীস জমিয়ত নেতা আব্দুল মালিক মুবারকপুরীর সভাপতিত্বে ও মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশার পরিচালনায় সভায় বক্তব্য দেন-আল-ইসলাহর কেন্দ্রীয় নেতা আবু সালেহ কুতবুল আলম, উলামা পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক আবুল হাসান ফয়সাল, জামেয়া মাহমুদিয়ার ভাইস প্রিন্সিপাল আহমদ সগীর আমকোণী, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি হাবিব আহমদ শিহাব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত