Ajker Patrika

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে শিল্পী সমিতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে শিল্পী সমিতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা

সাধারণ মানুষের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শোবিজ ইন্ডাস্ট্রির মানুষ। কেউ সংগ্রহ করছেন ত্রাণ, সশরীরে কেউ হাজির হয়েছেন বন্যাকবলিত এলাকাগুলোতে, কেউ বা তৈরি করেছেন গান, আবার কেউ কনসার্টের মাধ্যমে সংগ্রহ করছেন তহবিল। এবার এগিয়ে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বন্যার্তদের সহায়তার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করছে তাঁরা। এ ছাড়া বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি।

শিল্পী সমিতির ‘মানুষ মানুষের জন্য’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও বন্যার্তদের সহায়তায় তহবিল সংগ্রহে নেমেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ‘মানুষ মানুষের জন্য’ ব্যানারে গতকাল থেকে সমিতির অফিসে শুরু হয়েছে চলচ্চিত্রের শিল্পীদের এই কার্যক্রম। যে কেউ চাইলে তাঁর সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ বা যেকোনো ধরনের সহযোগিতা দিয়ে অংশ নিতে পারবেন। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘দেশের যেকোনো প্রতিকূল সময়ে শিল্পী সমিতি মানুষের সঙ্গে ছিল। সেই প্রচেষ্টা থেকে এবারও এগিয়ে আসা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়েছেন। একই সময়ে বন্যার কারণে দেশের অনেক মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। তাদের জন্যই আমাদের উদ্যোগ মানুষ মানুষের জন্য। যে যার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন।’

সমিতির সহসভাপতি ডিএ তায়েব বলেন, ‘যেকোনো দুর্যোগে শিল্পীরা সব সময় এগিয়ে আসে। এবারও অনেকেই ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছে। সমষ্টিগতভাবে সহযোগিতার উদ্দেশে আমাদের এই উদ্যোগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বন্যাদুর্গত এলাকায় অনেকেই বাড়িছাড়া হয়েছেন, অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ।’

সোহরাওয়ার্দী উদ্যানে চলচ্চিত্র প্রদর্শনী
বন্যার্তদের সহায়তায় ‘জীবনসংগ্রামের ছবি’ শিরোনামে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ফিল্মমেকারস কমিউনিটি। ৩০ আগস্ট শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত উন্মুক্ত মঞ্চে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৫টি স্বল্পদৈর্ঘ্য নিয়ে সাজানো এই চলচ্চিত্র প্রদর্শনীকে ভাগ করা হয়েছে চারটি সেশনে। সন্ধ্যা সাড়ে ৬টায় ইভান মনোয়ারের ‘দ্য সাউন্ড ইজ লাউড’ দিয়ে শুরু হবে আয়োজন। এরপর এই সেশনে দেখানো হবে ফুয়াদ নাসেরের সিনেমা ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’, এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’, মাশরুর পারভেজের ‘ইউর আইস’ ও কামরুল আহসান লেনিনের ‘ঘরে ফেরা’। 

দ্বিতীয় সেশন দেখা যাবে, লাইক অ্যা মুভি (চৈতালি সমাদ্দার), রোকাইয়া (আরিফুর রহমান), ছাড়পত্র (অপরাজিতা সংগীতা), ওমর ফারুকের মা (জাহিদুর রহমান)। 

তৃতীয় সেশনে রয়েছে আই সি ইউ (লিটন কর), হাওয়াই মিঠাই (রাকায়েত রাব্বী) ও বিস্মরণের নদী (এন রাশেদ চৌধুরী)। 

সর্বশেষ চতুর্থ সেশনে প্রদর্শিত হবে কমলাপুরাণ (আমিনুর রহমান মুকুল) ও সাইরেন (মোল্লা সাগর)।

আনটাং সিনেমার নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘এটা কোনো উৎসব নয়। আমরা সবাই এক হয়েছি বন্যার্তদের জন্য কিছু করার লক্ষ্যে। যাঁরা সিনেমা দেখতে আসবেন তাঁদের প্রতি আহ্বান থাকবে, যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে এগিয়ে আসবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত