Ajker Patrika

আজ সারা দিন থাকতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ জুন ২০২১, ১৮: ৪৮
আজ সারা দিন থাকতে পারে বৃষ্টি

ঢাকা: আষাঢ় মাসের শুরু থেকেই প্রতিদিন দেখা দিয়েছে কমবেশি বর্ষণ। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টিপাত। এতে বিপাকে পড়ে অফিসগামী লোকজন। শুধু তাই নয়, ভারী বর্ষণের কারণে ঢাকার বেশির ভাগ রাস্তায় দেখা দেয় জলাবদ্ধতা। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝে মাঝে বজ্রপাতও থাকতে পারে। 

সকালে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ জানান, আজ সারা দিন থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারা দিন আকাশ থাকবে মেঘলা। এখন বর্ষাকাল, তাই সকাল-দুপুর-রাত যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়াবিদ আরও জানান, আজ সারা দিন বৃষ্টি থাকলেও দুপুরের দিকে একটু কমতে পারে। কিন্তু রোদ ওঠার কোন সম্ভাবনা নাই।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সন্ধ্যায় দেওয়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত