অনলাইন ডেস্ক
পরিবেশে ক্ষতিকর মিথেন গ্যাস নির্গমনের একটি বড় উৎস গরুর ঢেকুর। এটি বহু আগেই বিজ্ঞানীরা শনাক্ত করতে পেরেছেন। তবে এবার সেটি মহাকাশে স্থাপিত স্যাটেলাইট দিয়ে শনাক্ত ও পরিমাপ করা সম্ভব হলো।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট থেকে ক্যালিফোর্নিয়ার একটি খামারে গরুর ঢেকুর থেকে মিথেন নির্গমন শনাক্ত করা গেছে। প্রথমবারের মতো এভাবে পশুসম্পদ থেকে মিথেন নির্গমন শনাক্ত করা গেল। যেখানে কৃষি খাত থেকে নির্গত মিথেনের একটি প্রধান উৎস এই প্রাণিসম্পদ খাত।
জাতিসংঘের পরিবেশবিষয়ক উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান জিএইচজিস্যাট গত মাসে তাদের স্যাটেলাইট থেকে এই মিথেন নির্গমন শনাক্ত করে। তারা স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে দেখেছে, গত ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে জোয়াকুইন ভ্যালিতে একটি খামার মিথেনের উৎস।
জিএইচজিস্যাট বলছে, একক ফিডলট (যেখানে গরুকে খাওয়ানো হয়) যে পরিমাণ মিথেন নির্গমন শনাক্ত হয়েছে, তাতে হিসাব করে দেখা গেছে, এক বছরে এখান থেকে ৫ হাজার ১১৬ টন মিথেন নির্গমন হবে। এই মিথেন দিয়ে ১৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নির্গমনে কৃষি খাতের অবদান ৯ দশমিক ৬ শতাংশ। এই খাত থেকে মোট মিথেন নির্গমনের হার প্রায় ৩৬ শতাংশ। এর বেশির ভাগই আসে গবাদিপশু থেকে।
গত বছরের জলবায়ু সম্মেলনে ১০০টির বেশি দেশ মিথেন নির্গমন ৩০ শতাংশ কমানো, ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করা এবং বিপরীতে বনায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এই হ্রাসের বেশির ভাগই পশুসম্পদ শিল্প থেকে আসতে হবে। জাতিসংঘের খাদ্য সংস্থা এফএওর মতে, মনুষ্যসৃষ্ট মিথেন নির্গমনের ৪৪ শতাংশই আসে পশুসম্পদ থেকে।
এদিকে গবাদিপশুর খাদ্যে সামুদ্রিক শৈবাল যোগ করার মাধ্যমে গবাদিপশুর মিথেন নির্গমন কমানোর পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পরিবেশে ক্ষতিকর মিথেন গ্যাস নির্গমনের একটি বড় উৎস গরুর ঢেকুর। এটি বহু আগেই বিজ্ঞানীরা শনাক্ত করতে পেরেছেন। তবে এবার সেটি মহাকাশে স্থাপিত স্যাটেলাইট দিয়ে শনাক্ত ও পরিমাপ করা সম্ভব হলো।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইট থেকে ক্যালিফোর্নিয়ার একটি খামারে গরুর ঢেকুর থেকে মিথেন নির্গমন শনাক্ত করা গেছে। প্রথমবারের মতো এভাবে পশুসম্পদ থেকে মিথেন নির্গমন শনাক্ত করা গেল। যেখানে কৃষি খাত থেকে নির্গত মিথেনের একটি প্রধান উৎস এই প্রাণিসম্পদ খাত।
জাতিসংঘের পরিবেশবিষয়ক উপাত্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান জিএইচজিস্যাট গত মাসে তাদের স্যাটেলাইট থেকে এই মিথেন নির্গমন শনাক্ত করে। তারা স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে দেখেছে, গত ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে জোয়াকুইন ভ্যালিতে একটি খামার মিথেনের উৎস।
জিএইচজিস্যাট বলছে, একক ফিডলট (যেখানে গরুকে খাওয়ানো হয়) যে পরিমাণ মিথেন নির্গমন শনাক্ত হয়েছে, তাতে হিসাব করে দেখা গেছে, এক বছরে এখান থেকে ৫ হাজার ১১৬ টন মিথেন নির্গমন হবে। এই মিথেন দিয়ে ১৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।
এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নির্গমনে কৃষি খাতের অবদান ৯ দশমিক ৬ শতাংশ। এই খাত থেকে মোট মিথেন নির্গমনের হার প্রায় ৩৬ শতাংশ। এর বেশির ভাগই আসে গবাদিপশু থেকে।
গত বছরের জলবায়ু সম্মেলনে ১০০টির বেশি দেশ মিথেন নির্গমন ৩০ শতাংশ কমানো, ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করা এবং বিপরীতে বনায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এই হ্রাসের বেশির ভাগই পশুসম্পদ শিল্প থেকে আসতে হবে। জাতিসংঘের খাদ্য সংস্থা এফএওর মতে, মনুষ্যসৃষ্ট মিথেন নির্গমনের ৪৪ শতাংশই আসে পশুসম্পদ থেকে।
এদিকে গবাদিপশুর খাদ্যে সামুদ্রিক শৈবাল যোগ করার মাধ্যমে গবাদিপশুর মিথেন নির্গমন কমানোর পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজও তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চলমান তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।
৩ ঘণ্টা আগেঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সকালের রেকর্ড অনুযায়ী বায়ুমান সূচকে অবস্থান এগিয়ে শীর্ষ পাঁচে এসেছে। এই শহরের আজকের বায়ুমান ১৭৯, যেখানে ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায় ধরা হয়। অন্যদিকে আজ ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়ার নমপেন শহর, বায়ুমান ২১৫...
৫ ঘণ্টা আগেমাঘের মাঝামাঝি এসে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও এমন আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের
১ দিন আগে