Ajker Patrika

ইউক্যালিপটাস-আকাশমণিগাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষেধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউক্যালিপটাস-আকাশমণিগাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষেধ

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা রোপণ, উত্তোলন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষায় সরকারি, বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ধরনের আগ্রাসী প্রজাতির গাছ রোপণের পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করতে হবে।

উল্লেখ্য, ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ অত্যধিক পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয়। পাশাপাশি, এই গাছের পাতায় থাকা টক্সিন মাটির উর্বরতা নষ্ট করে। এর আশপাশে অন্য গাছ জন্মাতে পারে না। এ ছাড়া, এই গাছ স্থানীয় পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য জীববৈচিত্র্যের জন্যও হুমকি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সবাইকে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে উৎসাহী হতে হবে। আগ্রাসী প্রজাতির গাছ রোপণ ও বনায়ন বন্ধে সরকারি নির্দেশনার কঠোর বাস্তবায়নের কথাও জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...