Ajker Patrika

সাগরে নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের শঙ্কা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১২: ০০
সাগরে নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে, ঘূর্ণিঝড়ের শঙ্কা 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি বাংলাদেশ অভিমুখে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। 

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। আরও কিছু শক্তি অর্জন করতে পারে। এটি ক্রমশ উত্তর ও পশ্চিম দিকে আট কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে। এটি বাংলাদেশ অভিমুখে রয়েছে।’ 

যদি গভীর নিম্নচাপটি সাইক্লোনে রূপান্তরিত হয়, তাহলে ২৫ তারিখের পর বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। 

আবুল কালাম মল্লিক বলেন, ‘এটি মাত্র নিম্নচাপে পরিণত হয়েছে। যেহেতু অক্টোবর মাস ঘূর্ণিঝড়প্রবণ মাস, সে কারণে সাগরে এমন নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।’ 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘এখনো বাংলাদেশের কোন উপকূলে আঘাত হানবে তা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ অভিমুখে আছে। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর বলা যাবে।’ 

যদি এটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপ নেয়, তবে নাম হবে হামুন (Hamoon)। নামটি দিয়েছে ইরান। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে, এটির অর্থ ‘ক্ষুদ্রাকৃতির দৈত্য’ বা ‘জেন্টল জায়ান্ট’। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সাইক্লোনটি বাংলাদেশের হাতিয়া, নোয়াখালী, কুয়াকাটা ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে ৷ এটির গতিবেগ সর্বোচ্চ ৬৮ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।’ 

বিশ্বজিৎ নাথ বলেন, ‘২৬ অক্টোবর সন্ধ্যার সময় সমুদ্র উত্তাল হতে পারে, যা ২৭ অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪৮ কিলোমিটার।’ 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হতে পারে। 

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। 

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত