Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আতঙ্কের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ মে ২০২১, ১৮: ৪৩
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আতঙ্কের কিছু নেই

ঢাকা: ঘূর্ণিঝড় 'ইয়াস' নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরও পাঁচ থেকে ছয়দিন পর ঘূর্ণিঝড়ের গতিপথ জানা যাবে। ঝড়টি বঙ্গোপসাগরের গভীরে সৃষ্টি হতে পারে।

আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানান, 'আগামী ২৩ তারিখের পর ঘূর্ণিঝড় 'ইয়াস' সম্পর্কে সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে। এখন আমরা যা বলছি তা অনুমাননির্ভর। এমনও হতে পারে ঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হয়ে সেখানেই দুর্বল হয়ে শেষ হবে অথবা গতিপথ ভারতের দিকে যাবে। পরে দুর্বল হয়ে বাংলাদেশে হালকা আঘাত করতে পারে। আবার গতিপথ বাংলাদেশের দিকে এলে তখন ভয়ের কারণও হতে পারে। তাই ভবিষ্যতে কী হবে তা নিয়ে এখনই আতংকিত হওয়া যাবে না।'

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ছিলো ২৩ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার মতো সারাদেশে গরম আবহাওয়া অব্যাহত থাকবে। ঢাকার বাইরের কয়েকটি বিভাগের কিছু জেলায় আগামীকাল বৃহস্পতিবারও হালকা বৃষ্টি হবে।

ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আরও কিছু জেলায় থেমে থেমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত