বিনোদন ডেস্ক
ঢাকা: জি বাংলায় ফিরছে নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। পরপর ৯টি সিজন অতিক্রম করে ১০–এ পা রাখল এ বৃহৎ আয়োজন। প্রত্যন্ত অঞ্চল থেকে নৃত্যশিল্পীরা তাঁদের প্রতিভার চমক দেখাতে পারবেন আরও একবার। বহু চমক থাকছে ‘ডান্স বাংলা ডান্স’–এর এবারের আয়োজনে।
আগে বিচারকের আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি ছেড়ে দেওয়ার পর স্টার জলসা মিঠুনকে নিয়ে শুরু করে ‘ডান্স ডান্স জুনিয়র’। যেখানে মিঠুনের ‘মহাগুরু’ বদলে হয়ে যায় ‘এম জি’। মিঠুনের সেই ছেড়ে যাওয়া আসনেই আসছেন গোবিন্দ। এর আগের মৌসুমে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই প্রথম গোবিন্দ পুরো মৌসুমের বিচারক।
বিচারকের আসনে তাঁর সঙ্গে থাকছেন কলকাতার বাংলা সিনেমার দুই তারকা জিৎ ও শুভশ্রী গাঙ্গুলি। আরও একটি বিশেষত্ব আছে এবারের শোয়ে। কোনো বয়সসীমা থাকছে না। যেকোনো বয়সের মানুষ, এমনকি শিশুরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগীদের বাছাইপ্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জি বাংলা। এবার প্রতিযোগী বাছাই করা হবে বিচারকদের সামনে। সেটা দেখতে পাবেন দর্শকেরাও।
উপস্থাপনায়ও নতুনত্ব নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’। এই প্রথম থাকছেন দুজন উপস্থাপক– অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। গুরুর আসনে দেখা যাবে দেবলীনা কুমার, ওম সাহানি, সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্রকে। নাচের খুঁটিনাটি প্রশিক্ষণ দেবেন গুরুরা। প্রতিযোগিতায় যাঁরা অংশ নেবেন তাঁরা পছন্দমতো নিজের গুরু নির্বাচন করতে পারবেন।
ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘ডান্স বাংলা ডান্স’–এর প্রোমো। সেখানে দেখা যাচ্ছে প্রতিযোগীদের মনমাতানো পারফরম্যান্স। আর তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ওম সাহানি নিজেও উঠে এসেছেন রিয়েলিটি শো থেকে। দেবলীনা কুমার নিজে ভালো নাচেন। ওম-দেবলীনা জুটির নাচ খুব সাড়া ফেলেছিল ‘গোত্র’ সিনেমার আইটেম সং ‘রঙ্গবতী’তে। সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্র- দুজনের কাছেই নাচ ভীষণ প্রিয়। চারজনই তাই এই সম্মান পেয়ে ভীষণ উৎফুল্ল।
প্রতি শনি ও রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় জি বাংলায় দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’।
ঢাকা: জি বাংলায় ফিরছে নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। পরপর ৯টি সিজন অতিক্রম করে ১০–এ পা রাখল এ বৃহৎ আয়োজন। প্রত্যন্ত অঞ্চল থেকে নৃত্যশিল্পীরা তাঁদের প্রতিভার চমক দেখাতে পারবেন আরও একবার। বহু চমক থাকছে ‘ডান্স বাংলা ডান্স’–এর এবারের আয়োজনে।
আগে বিচারকের আসনে ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি ছেড়ে দেওয়ার পর স্টার জলসা মিঠুনকে নিয়ে শুরু করে ‘ডান্স ডান্স জুনিয়র’। যেখানে মিঠুনের ‘মহাগুরু’ বদলে হয়ে যায় ‘এম জি’। মিঠুনের সেই ছেড়ে যাওয়া আসনেই আসছেন গোবিন্দ। এর আগের মৌসুমে অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই প্রথম গোবিন্দ পুরো মৌসুমের বিচারক।
বিচারকের আসনে তাঁর সঙ্গে থাকছেন কলকাতার বাংলা সিনেমার দুই তারকা জিৎ ও শুভশ্রী গাঙ্গুলি। আরও একটি বিশেষত্ব আছে এবারের শোয়ে। কোনো বয়সসীমা থাকছে না। যেকোনো বয়সের মানুষ, এমনকি শিশুরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগীদের বাছাইপ্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে জি বাংলা। এবার প্রতিযোগী বাছাই করা হবে বিচারকদের সামনে। সেটা দেখতে পাবেন দর্শকেরাও।
উপস্থাপনায়ও নতুনত্ব নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’। এই প্রথম থাকছেন দুজন উপস্থাপক– অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। গুরুর আসনে দেখা যাবে দেবলীনা কুমার, ওম সাহানি, সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্রকে। নাচের খুঁটিনাটি প্রশিক্ষণ দেবেন গুরুরা। প্রতিযোগিতায় যাঁরা অংশ নেবেন তাঁরা পছন্দমতো নিজের গুরু নির্বাচন করতে পারবেন।
ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ‘ডান্স বাংলা ডান্স’–এর প্রোমো। সেখানে দেখা যাচ্ছে প্রতিযোগীদের মনমাতানো পারফরম্যান্স। আর তারকাদের উজ্জ্বল উপস্থিতি। ওম সাহানি নিজেও উঠে এসেছেন রিয়েলিটি শো থেকে। দেবলীনা কুমার নিজে ভালো নাচেন। ওম-দেবলীনা জুটির নাচ খুব সাড়া ফেলেছিল ‘গোত্র’ সিনেমার আইটেম সং ‘রঙ্গবতী’তে। সৌমিলি বিশ্বাস ও রিমঝিম মিত্র- দুজনের কাছেই নাচ ভীষণ প্রিয়। চারজনই তাই এই সম্মান পেয়ে ভীষণ উৎফুল্ল।
প্রতি শনি ও রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় জি বাংলায় দেখা যাবে ‘ডান্স বাংলা ডান্স’।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৩৭ মিনিট আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৫ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে