ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মারধর ও কামড়ানোর অভিযোগ স্বামী স্যামের
কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সেকারণেই হয়েছিল