বিনোদন ডেস্ক
কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
ব্রিটনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজেড আরও জানিয়েছে, বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে এতটাই ঝগড়া-মারপিট হতো যে নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ডাকতে হতো। স্যাম যখন ঘুমাতেন, তখনো নাকি ব্রিটনি তাঁকে মারধর করতেন। চলতি বছরের শুরুতে তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ সে কারণেই তৈরি হয়েছে। এর আগে স্যামের কালো চোখ, হাতে কামড়ানোর দাগের ছবি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়, স্যামের আতঙ্কের আরও একটি কারণ, ব্রিটনির ছুরির প্রতি ভালোবাসা ও আকর্ষণ, ব্রিটনি শোয়ারঘরে এবং বাড়ির চারপাশে ছুরি রেখে দিতেন। কারণ ব্রিটনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন। এদিকে স্যাম ভয় পেয়েছিলেন যে ছোটখাটো সমস্যা হলেও বড় কিছু ঘটে যেতে পারে।
এসব নানান কারণই ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির সম্পর্কে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ব্রিটনিকে তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলেন স্যাম। এর পরই বিচ্ছেদের আবেদন করেন তিনি।
যদিও সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে স্যাম লিখেছিলেন, ‘ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমি ও আমার স্ত্রী আমাদের এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই যাত্রা শেষ করছি।’ তবে তাঁদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।
কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
ব্রিটনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজেড আরও জানিয়েছে, বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে এতটাই ঝগড়া-মারপিট হতো যে নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ডাকতে হতো। স্যাম যখন ঘুমাতেন, তখনো নাকি ব্রিটনি তাঁকে মারধর করতেন। চলতি বছরের শুরুতে তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ সে কারণেই তৈরি হয়েছে। এর আগে স্যামের কালো চোখ, হাতে কামড়ানোর দাগের ছবি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়, স্যামের আতঙ্কের আরও একটি কারণ, ব্রিটনির ছুরির প্রতি ভালোবাসা ও আকর্ষণ, ব্রিটনি শোয়ারঘরে এবং বাড়ির চারপাশে ছুরি রেখে দিতেন। কারণ ব্রিটনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন। এদিকে স্যাম ভয় পেয়েছিলেন যে ছোটখাটো সমস্যা হলেও বড় কিছু ঘটে যেতে পারে।
এসব নানান কারণই ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির সম্পর্কে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ব্রিটনিকে তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলেন স্যাম। এর পরই বিচ্ছেদের আবেদন করেন তিনি।
যদিও সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে স্যাম লিখেছিলেন, ‘ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমি ও আমার স্ত্রী আমাদের এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই যাত্রা শেষ করছি।’ তবে তাঁদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১৬ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১৬ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
২০ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
২০ ঘণ্টা আগে