কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
ব্রিটনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজেড আরও জানিয়েছে, বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে এতটাই ঝগড়া-মারপিট হতো যে নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ডাকতে হতো। স্যাম যখন ঘুমাতেন, তখনো নাকি ব্রিটনি তাঁকে মারধর করতেন। চলতি বছরের শুরুতে তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ সে কারণেই তৈরি হয়েছে। এর আগে স্যামের কালো চোখ, হাতে কামড়ানোর দাগের ছবি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়, স্যামের আতঙ্কের আরও একটি কারণ, ব্রিটনির ছুরির প্রতি ভালোবাসা ও আকর্ষণ, ব্রিটনি শোয়ারঘরে এবং বাড়ির চারপাশে ছুরি রেখে দিতেন। কারণ ব্রিটনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন। এদিকে স্যাম ভয় পেয়েছিলেন যে ছোটখাটো সমস্যা হলেও বড় কিছু ঘটে যেতে পারে।
এসব নানান কারণই ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির সম্পর্কে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ব্রিটনিকে তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলেন স্যাম। এর পরই বিচ্ছেদের আবেদন করেন তিনি।
যদিও সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে স্যাম লিখেছিলেন, ‘ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমি ও আমার স্ত্রী আমাদের এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই যাত্রা শেষ করছি।’ তবে তাঁদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।
কদিন আগেই তৃতীয় বিবাহবিচ্ছেদে সংবাদের শিরোনাম হয়েছিলেন পপ কুইন ব্রিটনি স্পিয়ার্স। এবার ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। টিএমজেড জানিয়েছে, ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
ব্রিটনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টিএমজেড আরও জানিয়েছে, বৈবাহিক জীবনে তাঁদের মধ্যে এতটাই ঝগড়া-মারপিট হতো যে নিরাপত্তারক্ষীদের পর্যন্ত ডাকতে হতো। স্যাম যখন ঘুমাতেন, তখনো নাকি ব্রিটনি তাঁকে মারধর করতেন। চলতি বছরের শুরুতে তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ সে কারণেই তৈরি হয়েছে। এর আগে স্যামের কালো চোখ, হাতে কামড়ানোর দাগের ছবি ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়েছিলেন তিনি।
এখানেই শেষ নয়, স্যামের আতঙ্কের আরও একটি কারণ, ব্রিটনির ছুরির প্রতি ভালোবাসা ও আকর্ষণ, ব্রিটনি শোয়ারঘরে এবং বাড়ির চারপাশে ছুরি রেখে দিতেন। কারণ ব্রিটনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেন। এদিকে স্যাম ভয় পেয়েছিলেন যে ছোটখাটো সমস্যা হলেও বড় কিছু ঘটে যেতে পারে।
এসব নানান কারণই ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরির সম্পর্কে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ব্রিটনিকে তাঁর এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলেন স্যাম। এর পরই বিচ্ছেদের আবেদন করেন তিনি।
যদিও সম্প্রতি ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে স্যাম লিখেছিলেন, ‘ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার পর আমি ও আমার স্ত্রী আমাদের এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই যাত্রা শেষ করছি।’ তবে তাঁদের জীবনের গোপনীয়তার পরিসরে সংবাদমাধ্যমকে না ঢোকার আবেদন জানিয়েছেন স্যাম।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৪৩ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে