Ajker Patrika

বিটলসের হারিয়ে যাওয়া হফনার গিটারের সন্ধানে বিশ্বব্যাপী খোঁজ

বিটলসের হারিয়ে যাওয়া হফনার গিটারের সন্ধানে বিশ্বব্যাপী খোঁজ

বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে। 

ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে। 

ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে। 

ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়। 

দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ। 

রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক। 

নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন। 

বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু। 

নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত