বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।
বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।
অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় রেকর্ড গড়েছে। প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১ হাজার ১০০ ডলার। এর আগে কলকাতার কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করেনি।
১০ ঘণ্টা আগে‘ভদ্রলোক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে প্রথম অভিনয় করেন মিম চৌধুরী। এরপর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন একই পরিচালকের দুটি ধারাবাহিক নাটকে। শামস করিম পরিচালিত ধারাবাহিক দুটি হলো ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’।
১১ ঘণ্টা আগেগাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাচ্ছে অনেক শিশু। তীব্র খাদ্যসংকটে শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা।
১৩ ঘণ্টা আগেভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
১ দিন আগে