Ajker Patrika

নতুন আঙ্গিকে প্রকাশ পেল সোলসের ‘সাগরের প্রান্তরে’

নতুন আঙ্গিকে প্রকাশ পেল সোলসের ‘সাগরের প্রান্তরে’

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সাগরের প্রান্তরে’ শিরোনামের গানচিত্র প্রকাশ করেছে। গতকাল বুধবার রাতে সোলসের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়েছে। সোলসের কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে।

গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সাগরের প্রান্তরে গানটি সকলেরই পরিচিত। পুরোনো কালজয়ী এই গানটি নতুন করে সংগীতায়োজন করেছি। গানের সঙ্গে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি, শ্রোতারা পুরোনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের চতুর্থ গান।’

বর্তমানে সোলস ব্যান্ড দলটি অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সেখানে ছয়টি কনসার্টে অংশ নিবে এই ব্যান্ড দলটি। আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরের মারানা অডিটোরিয়ামে পারফর্ম করবে। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকেরা জানান, সোলসের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের পেয়ে খুবই আনন্দিত। আশা করি, সিডনি প্রবাসী বাঙালিদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত