তৃতীয় বিয়েও টিকল না পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের। স্যাম আসগরির সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটনি, এমনই জানিয়েছে ভ্যারাইটি। ব্রিটনিকে বর্তমানে এনগেজমেন্ট রিং ছাড়াই দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জীবনে বহুবার প্রেমের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। সে প্রেমকে তিনি নিয়ে গেছেন বিয়েতে, ২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। তিন দিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে, তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। প্রাক্তন গায়ক ও ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাঁদের। তবে সে সংসার ভেঙে যায় ২০০৬ সালে।
বহু বছর বিরতির পর ২০২২ সালে তিনি বিয়ে করেন স্যাম আসগরিকে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে।
ভ্যারাইটি জানিয়েছে, স্যাম ব্রিটনির ওপর প্রতারণার অভিযোগ এনেছেন। ব্রিটনির পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলা হয়, যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, স্যাম আসগরি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাই গত কয়েক মাস ধরেই ব্রিটনি ও স্যামকে একসঙ্গে কোথাও দেখা যায়নি।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সময় দেখা হয়েছিল ব্রিটনি ও আসগরির। বয়সে ব্রিটনির চেয়ে ১২ বছরের ছোট স্যাম। জন্মসূত্রে ইরানি স্যাম পেশায় ফিটনেস ট্রেনার, অভিনয়ও করেন।
তৃতীয় বিয়েও টিকল না পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের। স্যাম আসগরির সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটনি, এমনই জানিয়েছে ভ্যারাইটি। ব্রিটনিকে বর্তমানে এনগেজমেন্ট রিং ছাড়াই দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জীবনে বহুবার প্রেমের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। সে প্রেমকে তিনি নিয়ে গেছেন বিয়েতে, ২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। তিন দিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে, তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। প্রাক্তন গায়ক ও ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাঁদের। তবে সে সংসার ভেঙে যায় ২০০৬ সালে।
বহু বছর বিরতির পর ২০২২ সালে তিনি বিয়ে করেন স্যাম আসগরিকে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে।
ভ্যারাইটি জানিয়েছে, স্যাম ব্রিটনির ওপর প্রতারণার অভিযোগ এনেছেন। ব্রিটনির পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলা হয়, যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, স্যাম আসগরি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাই গত কয়েক মাস ধরেই ব্রিটনি ও স্যামকে একসঙ্গে কোথাও দেখা যায়নি।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সময় দেখা হয়েছিল ব্রিটনি ও আসগরির। বয়সে ব্রিটনির চেয়ে ১২ বছরের ছোট স্যাম। জন্মসূত্রে ইরানি স্যাম পেশায় ফিটনেস ট্রেনার, অভিনয়ও করেন।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে