অসুস্থতা কাটিয়ে কনসার্টে ফিরছেন পপ তারকা ম্যাডোনা। স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ এর নতুন তারিখ ঘোষণা করে কয়েক দিন আগেই তিনি জানিয়েছিলেন, আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হবে ‘সেলিব্রেশন ট্যুর’। এবার বিবিসি জানিয়েছে এ সফরে পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সকে নিজের সঙ্গে মঞ্চে দেখতে চান ম্যাডোনা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি শোতে নিজের সঙ্গে ম্যাডোনাকে মঞ্চে রাখতে চান ব্রিটনি। লস অ্যাঞ্জেলেসে মোট ৫টি শো রয়েছে ম্যাডোনার। ২০০৩ সালে দু’জনের একসঙ্গে গাওয়া গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে মঞ্চে নিয়ে আসতে চান।
উল্লেখ্য, ২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে। তাই দু’জনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাডোনা।
বিবিসি জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন। এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা।
এদিকে ব্যক্তিজীবনে বেশ ঝামেলায় আছেন ব্রিটনি। সম্প্রতি তিনি সংবাদের শিরোনাম হয়েছেন তৃতীয় স্বামী স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে। ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
অসুস্থতা কাটিয়ে কনসার্টে ফিরছেন পপ তারকা ম্যাডোনা। স্থগিত হওয়া ‘ওয়ার্ল্ড ট্যুর’ এর নতুন তারিখ ঘোষণা করে কয়েক দিন আগেই তিনি জানিয়েছিলেন, আগামী ১৪ অক্টোবর লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হবে ‘সেলিব্রেশন ট্যুর’। এবার বিবিসি জানিয়েছে এ সফরে পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সকে নিজের সঙ্গে মঞ্চে দেখতে চান ম্যাডোনা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী বছরের মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি শোতে নিজের সঙ্গে ম্যাডোনাকে মঞ্চে রাখতে চান ব্রিটনি। লস অ্যাঞ্জেলেসে মোট ৫টি শো রয়েছে ম্যাডোনার। ২০০৩ সালে দু’জনের একসঙ্গে গাওয়া গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে মঞ্চে নিয়ে আসতে চান।
উল্লেখ্য, ২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে। তাই দু’জনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাডোনা।
বিবিসি জানিয়েছে, ম্যাডোনা ১৪ অক্টোবর লন্ডন থেকে ট্যুর শুরু করে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল এবং জার্মানিতে শো করবেন। এবং ডিসেম্বরে ফের লন্ডনে ফিরে আরও দুটি শো করবেন। এরপর যাবেন যুক্তরাষ্ট্র। সেখান থেকে কানাডা এবং মেক্সিকোতে শো করবেন ম্যাডোনা।
এদিকে ব্যক্তিজীবনে বেশ ঝামেলায় আছেন ব্রিটনি। সম্প্রতি তিনি সংবাদের শিরোনাম হয়েছেন তৃতীয় স্বামী স্যাম আসগরির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তে। ব্রিটনির বিরুদ্ধে বিচ্ছেদের কারণ হিসেবে গুরুতর অভিযোগ এনেছেন স্বামী স্যাম আসগরি। ব্রিটনি স্পিয়ার্সের দ্বারা মারধরের শিকার হতেন স্যাম। এমনকি তাঁর কালো চোখ, হাতে কামড়ানোর দাগ নাকি সে কারণেই হয়েছিল।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১৭ মিনিট আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে