নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে