Ajker Patrika

সিঙ্গাপুরে মাস্টারক্লাস পরিচালনা করবেন বাংলাদেশের পূজা সেনগুপ্ত

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পূজা সেনগুপ্ত। ছবি: নূর এ আলম
পূজা সেনগুপ্ত। ছবি: নূর এ আলম

সিঙ্গাপুরে ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য সিঙ্গাপুর র‍্যাফেলস মিউজিক কলেজে ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, নির্দেশক ও তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। ১২ ও ১৩ আগস্ট সিঙ্গাপুর র‍্যাফেলস মিউজিক কলেজে মাস্টারক্লাসটি পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত।

ড্যান্স থিয়েটার নির্মাণে পূজা সেনগুপ্তর নিজস্ব নির্মাণ কৌশলের তত্ত্বীয় ও ব্যবহারিক প্রয়োগবিষয়ক এই মাস্টারক্লাসে অংশ নেবেন সিঙ্গাপুর র‍্যাফেলস মিউজিক কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থীরা।

পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজুলিউশন’ অন্যতম। নাচ নিয়ে তিনি ভ্রমণ করেছেন বিশ্বের অনেক দেশে, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।

২০১৯ সালে কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেসকোর সদস্যপদ লাভ করেন। সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তোলার মাধ্যমে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন পূজা। এ ছাড়া ২০২২ সালে হোচিমিন প্রযোজনার জন্য পূজা সেনগুপ্তকে ফ্রেন্ডশিপ মেডেল দেন ভিয়েতনামের রাষ্ট্রপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত