প্রতিনিধি, রাজশাহী
প্রিয় জন্মভূমি রাজশাহীতেই শেষ নিঃশ্বাসটুকু নিতে চেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। জীবনের শেষ কয়েকটা দিন ছিলেন রাজশাহীতেই। মৃত্যুর পর কোথায় সমাহিত হবেন, সেই জায়গাটিও দেখিয়ে গিয়েছিলেন নিজে। তাঁর পছন্দের জায়গাতেই হয়েছে সমাধি।
কিন্তু তাঁর আরেকটি চাওয়া ছিলো অপূর্ণ। বেঁচে থাকতে তিনি চেয়েছিলেন কবরস্থানটির সংস্কার। যে কবরস্থানে তিনি শুয়ে আছেন সেটির রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিদেরও অনুরোধ করেছিলেন। কিন্তু হয়নি। তবে মৃত্যুর এক বছর পর এন্ড্রু কিশোরের সেই চাওয়া পূরণ হচ্ছে।
রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিষ্টানদের কবরস্থানের রাস্তাটি পাকা করতে একটি প্রকল্প গ্রহণ করেছে সিটি করপোরেশন। এছাড়া ওই এলাকায় যেন পানি না জমে তার জন্য ড্রেনও নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে। তিন দিন আগে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে কবরস্থানে গিয়ে দেখা গেছে, প্রবেশের রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে আছে। তবে পাশেই ড্রেন নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছে। এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেদিন কবরস্থানের ভেতরেও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল।
রাজশাহী সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার জানান, সার্কিট হাউস রোড থেকে কবরস্থান পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য তাঁরা প্রকল্প গ্রহণ করেছেন। সেখানে ড্রেনও নির্মাণ হবে। করোনা মহামারীর কারণে কাজ শুরু হতে দেরি হলেও এখন শুরু হয়েছে। দ্রুতই পুরো কাজ শেষ হবে।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, ‘কবরস্থানের রাস্তাটা করার জন্য কিশোর নিজেই কয়েকবার বলেছিল। কিন্তু তখন হয়নি। কিছু দিন আগে সিটি করপোরেশনের প্রকৌশলীরা আমাকে নিয়ে গিয়ে সবকিছু মাপজোখ করে যান। তারপর করোনার জন্য হয়ত কাজটা হয়নি। এখন আবার শুরু হচ্ছে। কিশোরের এই ইচ্ছাটাও পূরণ হচ্ছে দেখে ভাল লাগছে।’
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ৬ জুলাই রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকালে সিটি চার্চে এবং সমাধিস্থলে প্রার্থনার আয়োজন রয়েছে।
প্রিয় জন্মভূমি রাজশাহীতেই শেষ নিঃশ্বাসটুকু নিতে চেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। জীবনের শেষ কয়েকটা দিন ছিলেন রাজশাহীতেই। মৃত্যুর পর কোথায় সমাহিত হবেন, সেই জায়গাটিও দেখিয়ে গিয়েছিলেন নিজে। তাঁর পছন্দের জায়গাতেই হয়েছে সমাধি।
কিন্তু তাঁর আরেকটি চাওয়া ছিলো অপূর্ণ। বেঁচে থাকতে তিনি চেয়েছিলেন কবরস্থানটির সংস্কার। যে কবরস্থানে তিনি শুয়ে আছেন সেটির রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিদেরও অনুরোধ করেছিলেন। কিন্তু হয়নি। তবে মৃত্যুর এক বছর পর এন্ড্রু কিশোরের সেই চাওয়া পূরণ হচ্ছে।
রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিষ্টানদের কবরস্থানের রাস্তাটি পাকা করতে একটি প্রকল্প গ্রহণ করেছে সিটি করপোরেশন। এছাড়া ওই এলাকায় যেন পানি না জমে তার জন্য ড্রেনও নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেয়া হয়েছে। তিন দিন আগে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে কবরস্থানে গিয়ে দেখা গেছে, প্রবেশের রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে আছে। তবে পাশেই ড্রেন নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ শুরু হয়েছে। এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেদিন কবরস্থানের ভেতরেও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল।
রাজশাহী সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার জানান, সার্কিট হাউস রোড থেকে কবরস্থান পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য তাঁরা প্রকল্প গ্রহণ করেছেন। সেখানে ড্রেনও নির্মাণ হবে। করোনা মহামারীর কারণে কাজ শুরু হতে দেরি হলেও এখন শুরু হয়েছে। দ্রুতই পুরো কাজ শেষ হবে।
এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বলেন, ‘কবরস্থানের রাস্তাটা করার জন্য কিশোর নিজেই কয়েকবার বলেছিল। কিন্তু তখন হয়নি। কিছু দিন আগে সিটি করপোরেশনের প্রকৌশলীরা আমাকে নিয়ে গিয়ে সবকিছু মাপজোখ করে যান। তারপর করোনার জন্য হয়ত কাজটা হয়নি। এখন আবার শুরু হচ্ছে। কিশোরের এই ইচ্ছাটাও পূরণ হচ্ছে দেখে ভাল লাগছে।’
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছরের ৬ জুলাই রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিকালে সিটি চার্চে এবং সমাধিস্থলে প্রার্থনার আয়োজন রয়েছে।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৫ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৫ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৫ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে