ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, কন্নড়, তামিল, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দুসহ অনেক ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রতিটি কনসার্টে ভিড় করেন অনুরাগীরা। অনেকেই হয়তো জানেন না, এসব কনসার্ট থেকে পাওয়া অর্থ তিনি খরচ করেন সমাজসেবামূলক কাজে। ‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পলক।
১১ জুন ছিল গায়িকার জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন পলক। শিশুটি হৃদ্রোগে আক্রান্ত। এদিন সফলভাবে তাঁর অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। পলক মুচ্ছাল জানান, অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হলো। এ নিয়ে হৃদ্রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।
এই উদ্যোগের বিষয়ে পলক মুচ্ছাল বলেন, ‘আমি যখন মিশনটি শুরু করি, তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল। তবে এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ জন শিশু। যেসব শিশুর পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাদের জন্যই এ উদ্যোগ। এটা আমার একটা দায়িত্ব। আমি সত্যিই খুশি যে ঈশ্বর এ কাজের জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।’
পলক মুচ্ছাল জানান, কনসার্ট করে যে অর্থ তিনি পান, সেটা নিজের জন্য খরচ করেন না। প্রায় পুরোটাই ব্যয় হয় এসব অসহায় শিশুর চিকিৎসায়। পলক বলেন, ‘আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে। আমার গান যত জনপ্রিয় হতে থাকে, ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে। আমি এখন প্রতিটি কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি, তা দিয়েই ১৩-১৪টি শিশুর অস্ত্রোপচার সম্ভব। আমি সব সময় গানকে সমাজে পরিবর্তন আনার মাধ্যম হিসেবে দেখেছি।’
ভারতীয় গায়িকা পলক মুচ্ছাল হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, কন্নড়, তামিল, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, ভোজপুরি, উর্দুসহ অনেক ভাষায় গান গেয়েছেন। তাঁর প্রতিটি কনসার্টে ভিড় করেন অনুরাগীরা। অনেকেই হয়তো জানেন না, এসব কনসার্ট থেকে পাওয়া অর্থ তিনি খরচ করেন সমাজসেবামূলক কাজে। ‘সেভিং লিটল হার্টস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে পলক মুচ্ছালের। এই সংস্থা থেকে হৃদ্রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন পলক।
১১ জুন ছিল গায়িকার জীবনের অন্যতম স্মরণীয় দিন। ইনস্টাগ্রামে এদিন আট বছর বয়সী অলক সাহুকে নিয়ে একটি পোস্ট করেন পলক। শিশুটি হৃদ্রোগে আক্রান্ত। এদিন সফলভাবে তাঁর অস্ত্রোপচার হয়। বরাবরের মতো অপারেশন থিয়েটারে হাজির ছিলেন গায়িকা। পলক মুচ্ছাল জানান, অলকের এই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মাইলফলক অর্জিত হলো। এ নিয়ে হৃদ্রোগে আক্রান্ত ৩ হাজার শিশুর অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন পলক।
এই উদ্যোগের বিষয়ে পলক মুচ্ছাল বলেন, ‘আমি যখন মিশনটি শুরু করি, তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল। তবে এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় রয়েছে ৪১৩ জন শিশু। যেসব শিশুর পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাদের জন্যই এ উদ্যোগ। এটা আমার একটা দায়িত্ব। আমি সত্যিই খুশি যে ঈশ্বর এ কাজের জন্য আমাকে একটা মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।’
পলক মুচ্ছাল জানান, কনসার্ট করে যে অর্থ তিনি পান, সেটা নিজের জন্য খরচ করেন না। প্রায় পুরোটাই ব্যয় হয় এসব অসহায় শিশুর চিকিৎসায়। পলক বলেন, ‘আমার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যই নিবেদিত। যখন আমার কাছে সিনেমায় প্লেব্যাকের কোনো কাজ ছিল না, তখনো আমি তিন ঘণ্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে। আমার গান যত জনপ্রিয় হতে থাকে, ততই আমার পারিশ্রমিক বাড়তে থাকে। আমি এখন প্রতিটি কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি, তা দিয়েই ১৩-১৪টি শিশুর অস্ত্রোপচার সম্ভব। আমি সব সময় গানকে সমাজে পরিবর্তন আনার মাধ্যম হিসেবে দেখেছি।’
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মগবাজারে তৈরি হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের জাদুঘরটি হবে ১০ কাঠা জায়গাজুড়ে। এ মিউজিয়ামে সংরক্ষিত থাকবে শিল্পীর ব্যক্তি ও সংগীতজীবনের নানা স্মৃতি।
৩৬ মিনিট আগেগত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির নানা শাখার শিল্পীদের পুরস্কৃত করা হয়।
৫ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী পারভীন বাবি সত্তরের দশক ও আশির দশকের শুরুতে ছিলেন গ্ল্যামার, প্রতিভা এবং ফ্যাশন আইকন। অমিতাভ বচ্চনসহ প্রথম সারির তারকাদের বিপরীতে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছিল।
১১ ঘণ্টা আগে২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকায় পারফর্ম করতে এসেছিল পাকিস্তানের জাল ব্যান্ড। ওই কনসার্ট ঘিরে ছিল নানা নাটকীয়তা। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা অ্যারেনায়। কিন্তু ২৭ সেপ্টেম্বর শো শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টির কারণ দেখিয়ে স্থগিত করে দেওয়া হয় আয়োজন।
১৫ ঘণ্টা আগে