প্রতিনিধি, রাজশাহী
এন্ড্রু কিশোরকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানদের চেনেন কয়জন? তাঁরা গণমাধ্যমের মুখোমুখি হন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই পদচারণা। যেন সবার আড়ালেই থাকতে পছন্দ করেন তাঁরা।
কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প শেষ হয়েছে এক বছর আগে। তাঁর মৃত্যুর পরও কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে জে এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞার কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সপ্তক ও সংজ্ঞা পড়াশোনা করেন অস্ট্রেলিয়ায়। বাবার মৃত্যুতে দেশে এসে আর ফিরতে পারেননি। তাঁদের মা লিপিকা একজন প্রকৌশলী। বর্তমানে কাজ থেকে দূরে আছেন।
গণমাধ্যম থেকে দূরে থাকার কারণ হিসেবে এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বললেন, ‘দুঃখে। কিশোর তো এখন নেই। কথা বলে এখন কী হবে! এই দুঃখেই হয়তো তারা কারও সঙ্গে কথা বলে না। তবে আগেও তাদের সব সময় প্রচারবিমুখ দেখেছি।’
গত রোববার ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস রাজশাহী মহানগরীর মহিষবাথানে নিজের বাসায় বসে আজকের পত্রিকার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ‘কিশোরও তো সব সময় প্রচারবিমুখ ছিল। কখনো নিজেকে হাইলাইটস করতে চায়নি। এই যে আপনি এসেছেন, আমরা কিন্তু ডাকিনি। এটাই তো বড় প্রাপ্তি। তা ছাড়া লিপিকা তো গানের জগতের মানুষ নয়। সে কারণে স্বাভাবিকভাবেই তিনি সবার থেকে দূরে। আগ বাড়িয়ে কখনো বলতে যান না, আমার স্বামী অমুক। সে এত বড় শিল্পী।’
ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানালেন, এন্ড্রু কিশোরের ছেলেমেয়ে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে চান। আর তাঁদের মা এলজিইডির প্রকল্পে কাজ করতেন। এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর প্রকল্পটি শেষ হয়ে গেছে। এখন তিনি বেকার।
এন্ড্রু কিশোরকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানদের চেনেন কয়জন? তাঁরা গণমাধ্যমের মুখোমুখি হন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই পদচারণা। যেন সবার আড়ালেই থাকতে পছন্দ করেন তাঁরা।
কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প শেষ হয়েছে এক বছর আগে। তাঁর মৃত্যুর পরও কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু, ছেলে জে এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞার কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সপ্তক ও সংজ্ঞা পড়াশোনা করেন অস্ট্রেলিয়ায়। বাবার মৃত্যুতে দেশে এসে আর ফিরতে পারেননি। তাঁদের মা লিপিকা একজন প্রকৌশলী। বর্তমানে কাজ থেকে দূরে আছেন।
গণমাধ্যম থেকে দূরে থাকার কারণ হিসেবে এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস বললেন, ‘দুঃখে। কিশোর তো এখন নেই। কথা বলে এখন কী হবে! এই দুঃখেই হয়তো তারা কারও সঙ্গে কথা বলে না। তবে আগেও তাদের সব সময় প্রচারবিমুখ দেখেছি।’
গত রোববার ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস রাজশাহী মহানগরীর মহিষবাথানে নিজের বাসায় বসে আজকের পত্রিকার সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ‘কিশোরও তো সব সময় প্রচারবিমুখ ছিল। কখনো নিজেকে হাইলাইটস করতে চায়নি। এই যে আপনি এসেছেন, আমরা কিন্তু ডাকিনি। এটাই তো বড় প্রাপ্তি। তা ছাড়া লিপিকা তো গানের জগতের মানুষ নয়। সে কারণে স্বাভাবিকভাবেই তিনি সবার থেকে দূরে। আগ বাড়িয়ে কখনো বলতে যান না, আমার স্বামী অমুক। সে এত বড় শিল্পী।’
ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানালেন, এন্ড্রু কিশোরের ছেলেমেয়ে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় স্থায়ী হতে চান। আর তাঁদের মা এলজিইডির প্রকল্পে কাজ করতেন। এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর প্রকল্পটি শেষ হয়ে গেছে। এখন তিনি বেকার।
দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
৩ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
১৬ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
২০ ঘণ্টা আগে