বিনোদন ডেস্ক
জেমস ক্যামেরনের সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা অ্যাভাটারের দ্বিতীয় সিক্যুয়েল বা পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। দিন গড়াচ্ছে, আর রেকর্ড ভাঙছে এই সিনেমা। এর মধ্যেই দ্রুততম সময়ে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ড ভেঙে মাত্র ১২ দিনেই বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছে এই সিনেমা।
এর আগে এবছরের দ্রুততম সময়ের মধ্যে বিলিয়ন ডলার ক্লাবে ঢোকার রেকর্ড ছিল ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার। হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ও নিজের প্রযোজিত এই চলচ্চিত্রের ১০০ কোটি ডলার আয় করতে সময় লেগেছিল ৩১ দিন।
এ বছর বিলিয়ন ডলার ক্লাবে ঢোকা তিন চলচ্চিত্রের অন্যটি হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’। এর সময় লেগেছিল চার মাস। আর হলিউডের ইতিহাসে মাত্র ছয়টি সিনেমা মুক্তির প্রথম দুই সপ্তাহেই এক বিলিয়ন ডলার আয় করেছে।
দুই সপ্তাহের কম সময়ে ‘অ্যাভাটার টু’ ছাড়িয়ে গেছে এ বছর মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’, ‘দ্য ব্যাটম্যান’, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাগুলোর বৈশ্বিক আয়কে। যেভাবে সিনেমাটির আয় বেড়ে চলেছে, তাতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা জেমস ক্যামেরন পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক মহাকাব্যিক সিনেমা ‘অ্যাভাটার’। মুক্তির পরেই বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় এটি এবং সে সময় বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে জায়গা করে নেয়।
সিনেমাটির এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৯২ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’। সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। দীর্ঘ ১৩ বছর পর জেমস ক্যামেরন সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করলেন।
প্রায় ৪৬ কোটি ডলার বাজেটে নির্মিত হয় ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনায় ক্যামেরনের সঙ্গে জন ল্যান্ডাও আছেন। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার ও কেট উইন্সলেট।
জেমস ক্যামেরনের সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা অ্যাভাটারের দ্বিতীয় সিক্যুয়েল বা পর্ব ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। দিন গড়াচ্ছে, আর রেকর্ড ভাঙছে এই সিনেমা। এর মধ্যেই দ্রুততম সময়ে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ড ভেঙে মাত্র ১২ দিনেই বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছে এই সিনেমা।
এর আগে এবছরের দ্রুততম সময়ের মধ্যে বিলিয়ন ডলার ক্লাবে ঢোকার রেকর্ড ছিল ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার। হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ও নিজের প্রযোজিত এই চলচ্চিত্রের ১০০ কোটি ডলার আয় করতে সময় লেগেছিল ৩১ দিন।
এ বছর বিলিয়ন ডলার ক্লাবে ঢোকা তিন চলচ্চিত্রের অন্যটি হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’। এর সময় লেগেছিল চার মাস। আর হলিউডের ইতিহাসে মাত্র ছয়টি সিনেমা মুক্তির প্রথম দুই সপ্তাহেই এক বিলিয়ন ডলার আয় করেছে।
দুই সপ্তাহের কম সময়ে ‘অ্যাভাটার টু’ ছাড়িয়ে গেছে এ বছর মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরএভার’, ‘দ্য ব্যাটম্যান’, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাগুলোর বৈশ্বিক আয়কে। যেভাবে সিনেমাটির আয় বেড়ে চলেছে, তাতে নতুন এক মাইলফলক তৈরি হতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।
২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা জেমস ক্যামেরন পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক মহাকাব্যিক সিনেমা ‘অ্যাভাটার’। মুক্তির পরেই বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় এটি এবং সে সময় বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে জায়গা করে নেয়।
সিনেমাটির এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৯২ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় ‘অ্যাভাটার’। সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে ছবিটি। দীর্ঘ ১৩ বছর পর জেমস ক্যামেরন সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করলেন।
প্রায় ৪৬ কোটি ডলার বাজেটে নির্মিত হয় ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনায় ক্যামেরনের সঙ্গে জন ল্যান্ডাও আছেন। ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালামসহ বেশ কিছু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার ও কেট উইন্সলেট।
বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
৫ ঘণ্টা আগেএকজন মানুষের মৌলিক চাহিদা কী কী? ভারতীয় সিনেমা আমাদের শিখিয়েছে ‘রুটি, কাপড় আর ঘর’। তবে বিষয়টি যদি মিকা সিংয়ের বেলায় হয়, তাহলে হিন্দি সিনেমার সংলাপটি কিছুটা বদলে হবে ‘রুটি, কাপড় আর ৯৯টি বাড়ি’। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্য। ৯৯টি বিলাসবহুল বাড়ির মালিক মিকা সিং। পিঙ্কভিলার সঙ্গে সম্প্রতি...
৫ ঘণ্টা আগে