আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ প্রযোজনা করেছে কালজয়ী নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’। গতকাল বুধবার কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মোস্তফা আমীন ও শংকর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু ও এবং নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস।
গোপনে রাতে আঁধারে, ভাষার দাবিতে নিহত আন্দোলনকারীদের লাশ দাফন করাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘কবর’ নাটকের প্রেক্ষাপট। পুরো ঘটনাই গোরস্থানের ভেতরে সংঘটিত হয়েছে। নেতা আর ইন্সপেক্টর হাফিজের অর্ধ-মাতাল অবস্থায় সংলাপের মধ্য দিয়ে নাটকটি সামনের দিকে আগাতে থাকে।
এর মধ্যে অশরীরী আত্মার মতো হঠাৎ এসে উপস্থিত হয় মুর্দা ফকির। মুর্দা ফকির ‘মুর্দা’ নয়, জীবিত; তবু ভয় পায়। আপাতদৃষ্টিতে তার কথার মধ্যে পাগলামির সংমিশ্রণ আছে তবে এটা নাটকের বহিরঙ্গ। মুর্দা ফকির দুর্ভিক্ষে নিজের স্ত্রী সন্তানের মৃত্যুর পর কবরের ব্যবস্থা করতে পারেনি, তাই সে গোরস্থানেই থাকে। সে মনে করে কবর দিতে না পারায় যে শিয়াল শকুনে তার প্রিয়জনদের দেহ খাবলে যেভাবে খেয়েছে, তাই সে কবরেই অবস্থান করে, যাতে তার কবরের সংকট না হয়। কিন্তু রাতের গহিন আঁধারে, ভাষার দাবিতে মিছিলে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা এবং আন্দোলনকারীদের মৃতদেহ করব দেওয়াটাকে সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না; প্রতিবাদ করে, কবর দিতে বাঁধা দেয়। লাশকে কবর থেকে উঠে আসতে আহ্বান জানায়।
নেশায় বিভ্রম নেতা ও হাফিজ দেখে লাশ কবর থেকে উঠে এসেছে। মূর্তিরূপী লাশ প্রতিবাদ করছে, তারা কবরে যেতে চায় না। অন্যায়ের তোষামোদকারী হাফিজ তাদের বোঝাবার চেষ্টা করে। এক সময় মুর্দার ডাকে মিছিলে শরিক হয়ে লাশ চলে যায়। ভোরে আলো ফোটে এবং অন্যায় ভাবে হত্যা লাশকে দাফন করে চলে যায় নেতা ও হাফিজ। কিন্তু প্রতিবাদী বাঙালি চেতনাকে কোনভাবেই কবর দিতে পারে না তারা।
উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কমিউনিস্ট নেতা রণেশ দাশগুপ্তের অনুরোধে ভাষা আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে তিনি ‘কবর’ নাটক লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কারাবন্দী অধ্যাপক মুনীর চৌধুরী। রাতে কারাগারের বাতি নিভিয়ে দেওয়া হলে লণ্ঠনের আলোয় সেই নাটকের প্রথম মঞ্চায়নও হয়েছিল ঢাকা কারাগারে। পরবর্তীতে এটি ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশে মঞ্চায়িত হওয়া অন্যতম জনপ্রিয় নাটকে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের মরদেহ পাকিস্তান সরকার গোপনে কবর দিতে চেয়েছিল। সে ঘটনাকে কেন্দ্র করে নাটকের কাহিনি এগিয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ প্রযোজনা করেছে কালজয়ী নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’। গতকাল বুধবার কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মোস্তফা আমীন ও শংকর কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু ও এবং নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস।
গোপনে রাতে আঁধারে, ভাষার দাবিতে নিহত আন্দোলনকারীদের লাশ দাফন করাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘কবর’ নাটকের প্রেক্ষাপট। পুরো ঘটনাই গোরস্থানের ভেতরে সংঘটিত হয়েছে। নেতা আর ইন্সপেক্টর হাফিজের অর্ধ-মাতাল অবস্থায় সংলাপের মধ্য দিয়ে নাটকটি সামনের দিকে আগাতে থাকে।
এর মধ্যে অশরীরী আত্মার মতো হঠাৎ এসে উপস্থিত হয় মুর্দা ফকির। মুর্দা ফকির ‘মুর্দা’ নয়, জীবিত; তবু ভয় পায়। আপাতদৃষ্টিতে তার কথার মধ্যে পাগলামির সংমিশ্রণ আছে তবে এটা নাটকের বহিরঙ্গ। মুর্দা ফকির দুর্ভিক্ষে নিজের স্ত্রী সন্তানের মৃত্যুর পর কবরের ব্যবস্থা করতে পারেনি, তাই সে গোরস্থানেই থাকে। সে মনে করে কবর দিতে না পারায় যে শিয়াল শকুনে তার প্রিয়জনদের দেহ খাবলে যেভাবে খেয়েছে, তাই সে কবরেই অবস্থান করে, যাতে তার কবরের সংকট না হয়। কিন্তু রাতের গহিন আঁধারে, ভাষার দাবিতে মিছিলে অন্যায়ভাবে গুলি করে হত্যা করা এবং আন্দোলনকারীদের মৃতদেহ করব দেওয়াটাকে সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না; প্রতিবাদ করে, কবর দিতে বাঁধা দেয়। লাশকে কবর থেকে উঠে আসতে আহ্বান জানায়।
নেশায় বিভ্রম নেতা ও হাফিজ দেখে লাশ কবর থেকে উঠে এসেছে। মূর্তিরূপী লাশ প্রতিবাদ করছে, তারা কবরে যেতে চায় না। অন্যায়ের তোষামোদকারী হাফিজ তাদের বোঝাবার চেষ্টা করে। এক সময় মুর্দার ডাকে মিছিলে শরিক হয়ে লাশ চলে যায়। ভোরে আলো ফোটে এবং অন্যায় ভাবে হত্যা লাশকে দাফন করে চলে যায় নেতা ও হাফিজ। কিন্তু প্রতিবাদী বাঙালি চেতনাকে কোনভাবেই কবর দিতে পারে না তারা।
উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা কমিউনিস্ট নেতা রণেশ দাশগুপ্তের অনুরোধে ভাষা আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে তিনি ‘কবর’ নাটক লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক কারাবন্দী অধ্যাপক মুনীর চৌধুরী। রাতে কারাগারের বাতি নিভিয়ে দেওয়া হলে লণ্ঠনের আলোয় সেই নাটকের প্রথম মঞ্চায়নও হয়েছিল ঢাকা কারাগারে। পরবর্তীতে এটি ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশে মঞ্চায়িত হওয়া অন্যতম জনপ্রিয় নাটকে পরিণত হয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহতদের মরদেহ পাকিস্তান সরকার গোপনে কবর দিতে চেয়েছিল। সে ঘটনাকে কেন্দ্র করে নাটকের কাহিনি এগিয়েছে।
সঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
১ ঘণ্টা আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
২ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
৩ ঘণ্টা আগে