Ajker Patrika

মদন মিত্রকে নিয়ে তৈরি হচ্ছে ছবি, পর্দায় মদন হচ্ছেন শাশ্বত?

বিনোদন ডেস্ক, ঢাকা
Thumbnail image

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ মদন মিত্র। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তিনি। তবে অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে মদন মিত্রের তফাত অনেক। মদন মিত্র মানেই রাজনীতির এক রঙিন চরিত্র। তিনি কখনো রাস্তায় বাইক ছোটান, কখনো প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রতিপক্ষকে।

কখনো তিনি নায়িকাদের সঙ্গে দোল খেলেন। নায়কদের মতো গলা ছেড়ে গানও করেন। তাঁর মিউজিক ভিডিও মুক্তি পেলেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবার রাজনীতির এই রঙিন চরিত্র উঠে আসছে ছবির পর্দায়। তৈরি হচ্ছে মদন মিত্রের বায়োপিক। বানাবেন পরিচালক রাজা চন্দ।

বিধায়ক মদন মিত্র বলছেন, ‘গত দুবছর বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটির রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম। কলেজ জীবন থেকে আজ পর্যন্ত ভোটে জেতা, মেসি-ব্রাজিল টিমকে নিয়ে আসা—সবকিছু থাকবে আমার বায়োপিকে। ভালোও থাকবে কালোও থাকবে। জীবনে কিছু লুকানো উচিত নয়।’

ছবির নাম কী হবে, তা এখনো ঠিক হয়নি। জানা যায়নি, কারা অভিনয় করবেন ছবিতে। তবে মদন মিত্র যখন মূল আকর্ষণ, তখন কাস্টিংয়ে বড়সড় চমক থাকবে—এ কথা নিঃসন্দেহে বলা যায়।

শোনা যাচ্ছে, মদন মিত্রের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে অভিনেতার পক্ষ থেকে এ ছবিতে অভিনয়ের বিষয়ে কিছু বলা হয়নি এখনো।

কী কী থাকবে এই বায়োপিকে? মদন মিত্র জানিয়েছেন, ‘স্ত্রী একজন থাকবেন, তবে নায়িকা কিন্তু অনেকে থাকবে। আমি নিজেও বায়োপিকে অভিনয় করব। সারদা-নারদ এই সব থাকবে। আমার জীবন খোলা বইয়ের মত।’

তবে চমক এখানেই শেষ নয়। মদন মিত্রকে নিয়ে একটি নয়, তৈরি হবে দুটি ছবি। রাজা চন্দের পাশাপাশি তাঁর বায়োপিক নিয়ে কাজ করছেন পরিচালক রাজর্ষি দে।

ছাত্রনেতা থেকে বিধায়ক। এরপর মন্ত্রী হওয়া, জেলে যাওয়া, জেলে বসে নির্বাচনে অংশ নেওয়া, হেরে যাওয়া। আবার সেই কেন্দ্র থেকেই ভোটে জিতে আসা— মদন মিত্রের রাজনৈতিক জীবনে ছবি তৈরির মাল-মসলার অভাব নেই। বায়োপিকে সেসবের কতটা উঠে আসবে, সেটা দেখার অপেক্ষায় সবাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত