বিনোদন ডেস্ক
এত দিন তিনি শুধুই দেব ছিলেন। হঠাৎ হয়ে গেছেন ‘মেগাস্টার দেব’। দুর্গাপূজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। তাতে অভিনেতাকে পরিচয় করিয়ে দিতে বড় বড় করে লেখা রয়েছে— মেগাস্টার দেব। বিষয়টি তাঁর ভক্তরা ভালোভাবে নিলেও অনেকে অভিনেতার সমালোচনাও করছেন।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় তাঁর। তবে কী ভেবে হঠাৎ এ উপাধি নিলেন দেব? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
সুপারস্টার, মেগাস্টার তকমা পছন্দ করেন না জানিয়ে দেব বলেন, ‘আই হেট দিস থিং। আমার প্রোডাকশনে কতবার যে আমার নামের আগে সুপারস্টার লাগিয়েছিল আমার প্রতিষ্ঠানের ছেলেগুলো! এজন্য কতবার যে ওরা ঝাড় খেয়েছে!’
অভিনেতা দেব জানালেন, রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার জোরাজুরিতে সেটা এড়াতে পারেননি।
দেব বলেন, ‘আমি লন্ডনে প্রজাপতি টু-র শুট করছিলাম। সে সময় আমাকে টিজারটা পাঠিয়ে বলা হয়, কী কী কারেকশন আছে একটু চেক করে দাও। আমার দুই তিনটা অবজারভেশন ছিল। সবচেয়ে বড় অবজারভেশন ছিল, ওখানে সুপারস্টার দেব লেখা ছিল বড় বড় করে। আমি জানিয়ে দিই, নামের সঙ্গে আমি সুপারস্টার লাগাই না, ওটা বাদ দিয়ে দাও।’
দেব জানান, তাঁর কথামতো টিজারটি কারেকশন করে আবার পাঠানো হয়। এবার অবাক হয়ে লক্ষ্য করেন, তাঁর নামের আগে সুপারস্টার শব্দটি বাদ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু জুড়ে দেওয়া হয়েছে মেগাস্টার। দেব বলেন, ‘সঙ্গে সঙ্গে শ্রীকান্তদাকে ফোন করেছি। শ্রীকান্তদা বলছে, তুই ফোনটা রাখ, অন্য কোনো কারেকশন থাকলে বল। বারবার তাঁকে অনুরোধ করি, এটা চেঞ্জ করো, শুধু দেব দাও। তিনি বললেন, আর কিছু বলার আছে? তুই ফোন রাখ, শুটিং কর। এভাবেই মেগাস্টার শব্দটি জুড়ে গেল।’
তবে নামের আগে মেগাস্টার জুড়ে গেলেও বিষয়টিকে মোটেই উদ্যাপন করেন না বলে জানালেন দেব। তিনি বলেন, ‘আমি এসব প্রশংসায় বয়ে যাই না। আমাকে প্রতিদিনই খাটতে হয়। রঘু ডাকাতের টিজারে এত রেসপন্স পাওয়ার পর আমার মাথায় আরও চাপ বেড়েছে। একটাই ভাবনা, এর পরের কাজটা কী করব! এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্ক্রিপ্ট নেই, যার স্কেল আমি রঘু ডাকাতের চেয়ে বড় করতে পারি। আমার নিজের সিনেমার সঙ্গেই আমার কম্পিটিশন।’
এর আগে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দ ব্যবহার নিয়েও বেশ বিতর্ক হয়েছিল। তাঁর এ তকমা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন জাহিদ হাসান।
এত দিন তিনি শুধুই দেব ছিলেন। হঠাৎ হয়ে গেছেন ‘মেগাস্টার দেব’। দুর্গাপূজায় মুক্তি পাবে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। তাতে অভিনেতাকে পরিচয় করিয়ে দিতে বড় বড় করে লেখা রয়েছে— মেগাস্টার দেব। বিষয়টি তাঁর ভক্তরা ভালোভাবে নিলেও অনেকে অভিনেতার সমালোচনাও করছেন।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় তাঁর। তবে কী ভেবে হঠাৎ এ উপাধি নিলেন দেব? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।
সুপারস্টার, মেগাস্টার তকমা পছন্দ করেন না জানিয়ে দেব বলেন, ‘আই হেট দিস থিং। আমার প্রোডাকশনে কতবার যে আমার নামের আগে সুপারস্টার লাগিয়েছিল আমার প্রতিষ্ঠানের ছেলেগুলো! এজন্য কতবার যে ওরা ঝাড় খেয়েছে!’
অভিনেতা দেব জানালেন, রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার জোরাজুরিতে সেটা এড়াতে পারেননি।
দেব বলেন, ‘আমি লন্ডনে প্রজাপতি টু-র শুট করছিলাম। সে সময় আমাকে টিজারটা পাঠিয়ে বলা হয়, কী কী কারেকশন আছে একটু চেক করে দাও। আমার দুই তিনটা অবজারভেশন ছিল। সবচেয়ে বড় অবজারভেশন ছিল, ওখানে সুপারস্টার দেব লেখা ছিল বড় বড় করে। আমি জানিয়ে দিই, নামের সঙ্গে আমি সুপারস্টার লাগাই না, ওটা বাদ দিয়ে দাও।’
দেব জানান, তাঁর কথামতো টিজারটি কারেকশন করে আবার পাঠানো হয়। এবার অবাক হয়ে লক্ষ্য করেন, তাঁর নামের আগে সুপারস্টার শব্দটি বাদ দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু জুড়ে দেওয়া হয়েছে মেগাস্টার। দেব বলেন, ‘সঙ্গে সঙ্গে শ্রীকান্তদাকে ফোন করেছি। শ্রীকান্তদা বলছে, তুই ফোনটা রাখ, অন্য কোনো কারেকশন থাকলে বল। বারবার তাঁকে অনুরোধ করি, এটা চেঞ্জ করো, শুধু দেব দাও। তিনি বললেন, আর কিছু বলার আছে? তুই ফোন রাখ, শুটিং কর। এভাবেই মেগাস্টার শব্দটি জুড়ে গেল।’
তবে নামের আগে মেগাস্টার জুড়ে গেলেও বিষয়টিকে মোটেই উদ্যাপন করেন না বলে জানালেন দেব। তিনি বলেন, ‘আমি এসব প্রশংসায় বয়ে যাই না। আমাকে প্রতিদিনই খাটতে হয়। রঘু ডাকাতের টিজারে এত রেসপন্স পাওয়ার পর আমার মাথায় আরও চাপ বেড়েছে। একটাই ভাবনা, এর পরের কাজটা কী করব! এই মুহূর্তে আমার কাছে এমন কোনো স্ক্রিপ্ট নেই, যার স্কেল আমি রঘু ডাকাতের চেয়ে বড় করতে পারি। আমার নিজের সিনেমার সঙ্গেই আমার কম্পিটিশন।’
এর আগে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দ ব্যবহার নিয়েও বেশ বিতর্ক হয়েছিল। তাঁর এ তকমা নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন জাহিদ হাসান।
নায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৩ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৪ ঘণ্টা আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে