বড় পর্দার পর ওটিটিতে মুক্তি পেয়েছে নির্মাতা আসাদ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’। গত ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে চলচ্চিত্রটি বিনা মূল্যে দেখা যাচ্ছে। বড় পর্দার মতোই ওটিটিতেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
সিনেমাটির ওটিটিতে মুক্তির প্রতিক্রিয়ায় নির্মাতা আসাদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ওটিটিতে মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি। আসলে সিনেমাটি তরুণ প্রজন্মকে টার্গেট করেই আমরা বানিয়েছিলাম। এখন ওটিটিতে মুক্তি আমাদের সিনেমাটি আরও বেশি তরুণদের কাছে নিয়ে যাবে।’
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয় এবং কোনো যুক্তিতেই নয়। এই সিনেমার মধ্য দিয়ে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা সবার কাছে পৌঁছানো প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।’
জীবনের উল্টো পিঠেই থাকে মৃত্যু। কিন্তু সেই মৃত্যু অনাকাঙ্ক্ষিত হোক, তা কেউই চায় না। তেমনি কেউ চায় না আত্মহত্যার মাধ্যমে অবসান হোক কোনো জীবনের। তবু তো আত্মহত্যার মিছিল থেমে নেই সংসারে। কী হয় আত্মহত্যার পর একটি পরিবারে? কাছের মানুষগুলো কেমন থাকে তখন? সামজেই বা কী প্রভাব পড়ে আত্মহত্যার? কীভাবে থামানো যায় আত্মহত্যার মহোৎসব, তা নিয়েও চলছে বিস্তর চেষ্টা—কবিতা, গানে, সাহিত্যে, চলচ্চিত্রে। আর আত্মহত্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জীবন পাখি’।
গুণবতী ফিল্মসের ব্যানারে ও জলছবি মিডিয়ার সহযোগিতায় নির্মিত জীবন পাখি সিনেমায় অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, আজাদ আবুল কালাম, ফাতেমা তুজ জোহরা, মুহিন খান, সুজন হাবিব, লাবনী মীম, সঞ্জীব আহমেদ, আজমল হুদা মিঠু, মিম, সুমনা সরকার, প্রমুখ।
বড় পর্দার পর ওটিটিতে মুক্তি পেয়েছে নির্মাতা আসাদ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’। গত ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে চলচ্চিত্রটি বিনা মূল্যে দেখা যাচ্ছে। বড় পর্দার মতোই ওটিটিতেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
সিনেমাটির ওটিটিতে মুক্তির প্রতিক্রিয়ায় নির্মাতা আসাদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ওটিটিতে মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি। আসলে সিনেমাটি তরুণ প্রজন্মকে টার্গেট করেই আমরা বানিয়েছিলাম। এখন ওটিটিতে মুক্তি আমাদের সিনেমাটি আরও বেশি তরুণদের কাছে নিয়ে যাবে।’
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয় এবং কোনো যুক্তিতেই নয়। এই সিনেমার মধ্য দিয়ে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা সবার কাছে পৌঁছানো প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।’
জীবনের উল্টো পিঠেই থাকে মৃত্যু। কিন্তু সেই মৃত্যু অনাকাঙ্ক্ষিত হোক, তা কেউই চায় না। তেমনি কেউ চায় না আত্মহত্যার মাধ্যমে অবসান হোক কোনো জীবনের। তবু তো আত্মহত্যার মিছিল থেমে নেই সংসারে। কী হয় আত্মহত্যার পর একটি পরিবারে? কাছের মানুষগুলো কেমন থাকে তখন? সামজেই বা কী প্রভাব পড়ে আত্মহত্যার? কীভাবে থামানো যায় আত্মহত্যার মহোৎসব, তা নিয়েও চলছে বিস্তর চেষ্টা—কবিতা, গানে, সাহিত্যে, চলচ্চিত্রে। আর আত্মহত্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জীবন পাখি’।
গুণবতী ফিল্মসের ব্যানারে ও জলছবি মিডিয়ার সহযোগিতায় নির্মিত জীবন পাখি সিনেমায় অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, আজাদ আবুল কালাম, ফাতেমা তুজ জোহরা, মুহিন খান, সুজন হাবিব, লাবনী মীম, সঞ্জীব আহমেদ, আজমল হুদা মিঠু, মিম, সুমনা সরকার, প্রমুখ।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৯ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
১১ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
১১ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১ দিন আগে