শুটিংয়ে নিষেধাজ্ঞা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে দ্রুত নিয়মনীতি প্রণয়নের কথা জানান শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা।
উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় বর্তমানে তিনটি শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। প্রায় প্রতিদিন লাইট, ক্যামেরা আর নির্মাতা-অভিনেতাদের উপস্থিতিতে মুখর থাকে শুটিং হাউসগুলো। সম্প্রতি সেখানে গভীর রাতে শুটিং হয় একটি মিছিলের দৃশ্যের। হাতে মশাল, মুখে বিপ্লবী স্লোগানে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। অনেকে ঘাবড়ে যান। পরে তাঁরা জানতে পারেন, এটি শুটিংয়ের দৃশ্য। এরপরই নড়েচড়ে বসে উত্তরার ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ২০ জুলাই শুটিং বন্ধের নির্দেশনা দিয়ে নোটিশ জারি করা হয়।
কল্যাণ সমিতির এমন পদক্ষেপের প্রতিবাদ ও নিন্দা জানান নির্মাতা এবং অভিনয়শিল্পীরা। নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়েছিল, সমস্যার সমাধানে আলোচনায় বসবে তারা। গত শনিবার সন্ধ্যায় উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই সেক্টরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মূর্তজা আলী, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনাম হোসেন ও সাকিব আহমেদ, টেলিপ্যাবের সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন প্রমুখ। আলোচনায় সিদ্ধান্ত হয়, রাত ১১টার পর সেখানে শুটিং করা যাবে না। এ ছাড়া অন্যের অসুবিধা না করে নিয়মতান্ত্রিকভাবে শুটিং করার জন্য প্রয়োজনীয় নিয়মনীতি প্রণয়নের দায়িত্ব নিয়েছে ডিরেক্টরস গিল্ড। শিগগির সেটি লিখিত আকারে নির্মাতাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ফরিদুল হাসান।
আজকের পত্রিকাকে ফরিদুল হাসান বলেন, ‘উত্তরায় শুটিং নিয়ে যে সমস্যা হয়েছিল, আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। কল্যাণ সমিতির মূল চাওয়া, নিয়মনীতি মেনে যেন শুটিং করা হয় এবং রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা হয়। খুব প্রয়োজন হলে হাউসের ভেতরে শুটিং হবে। শুটিংয়ের কারণে যেন কারও অসুবিধা না হয়, কারও ঘুমের ব্যাঘাত না ঘটে, রাস্তায় যেন বিশৃঙ্খলা না হয়। এই নিয়মগুলো আমরা তৈরি করে দেব। এফটিপিও থেকে আগে কিছু নিয়ম দেওয়া আছে। সেগুলো পুনর্বিবেচনা করা হবে।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আলোচনায় প্রধান যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা। এ ছাড়া সুষ্ঠুভাবে এবং অন্যের অসুবিধা না করে শুটিং করতে প্রয়োজনীয় নিয়মনীতিগুলো লিখিত আকারে তৈরি করে দিতে বলা হয়েছে।’
এর আগে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) থেকে শুটিংসংক্রান্ত নিয়মনীতি করে দেওয়া হয়েছিল নির্মাতাদের। একাধিকবার এসব নির্দেশনা দেওয়া হলেও গুরুত্ব দেননি শুটিং-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এবার নির্মাতা-অভিনয়শিল্পীরা নির্দেশনা মেনে চলবেন বলে আশা করছেন ফরিদুল হাসান।
শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে দ্রুত নিয়মনীতি প্রণয়নের কথা জানান শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা।
উত্তরার ৪ নম্বর সেক্টর এলাকায় বর্তমানে তিনটি শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। প্রায় প্রতিদিন লাইট, ক্যামেরা আর নির্মাতা-অভিনেতাদের উপস্থিতিতে মুখর থাকে শুটিং হাউসগুলো। সম্প্রতি সেখানে গভীর রাতে শুটিং হয় একটি মিছিলের দৃশ্যের। হাতে মশাল, মুখে বিপ্লবী স্লোগানে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। অনেকে ঘাবড়ে যান। পরে তাঁরা জানতে পারেন, এটি শুটিংয়ের দৃশ্য। এরপরই নড়েচড়ে বসে উত্তরার ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। ২০ জুলাই শুটিং বন্ধের নির্দেশনা দিয়ে নোটিশ জারি করা হয়।
কল্যাণ সমিতির এমন পদক্ষেপের প্রতিবাদ ও নিন্দা জানান নির্মাতা এবং অভিনয়শিল্পীরা। নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়েছিল, সমস্যার সমাধানে আলোচনায় বসবে তারা। গত শনিবার সন্ধ্যায় উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই সেক্টরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মূর্তজা আলী, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনাম হোসেন ও সাকিব আহমেদ, টেলিপ্যাবের সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন প্রমুখ। আলোচনায় সিদ্ধান্ত হয়, রাত ১১টার পর সেখানে শুটিং করা যাবে না। এ ছাড়া অন্যের অসুবিধা না করে নিয়মতান্ত্রিকভাবে শুটিং করার জন্য প্রয়োজনীয় নিয়মনীতি প্রণয়নের দায়িত্ব নিয়েছে ডিরেক্টরস গিল্ড। শিগগির সেটি লিখিত আকারে নির্মাতাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ফরিদুল হাসান।
আজকের পত্রিকাকে ফরিদুল হাসান বলেন, ‘উত্তরায় শুটিং নিয়ে যে সমস্যা হয়েছিল, আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। কল্যাণ সমিতির মূল চাওয়া, নিয়মনীতি মেনে যেন শুটিং করা হয় এবং রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা হয়। খুব প্রয়োজন হলে হাউসের ভেতরে শুটিং হবে। শুটিংয়ের কারণে যেন কারও অসুবিধা না হয়, কারও ঘুমের ব্যাঘাত না ঘটে, রাস্তায় যেন বিশৃঙ্খলা না হয়। এই নিয়মগুলো আমরা তৈরি করে দেব। এফটিপিও থেকে আগে কিছু নিয়ম দেওয়া আছে। সেগুলো পুনর্বিবেচনা করা হবে।’
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘আলোচনায় প্রধান যে সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো রাত ১১টার মধ্যে শুটিং শেষ করা। এ ছাড়া সুষ্ঠুভাবে এবং অন্যের অসুবিধা না করে শুটিং করতে প্রয়োজনীয় নিয়মনীতিগুলো লিখিত আকারে তৈরি করে দিতে বলা হয়েছে।’
এর আগে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) থেকে শুটিংসংক্রান্ত নিয়মনীতি করে দেওয়া হয়েছিল নির্মাতাদের। একাধিকবার এসব নির্দেশনা দেওয়া হলেও গুরুত্ব দেননি শুটিং-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এবার নির্মাতা-অভিনয়শিল্পীরা নির্দেশনা মেনে চলবেন বলে আশা করছেন ফরিদুল হাসান।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
৫ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৭ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৯ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
১৯ ঘণ্টা আগে