Ajker Patrika

করোনামুক্ত সোহেল রানা কেবিনে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৩: ৪২
করোনামুক্ত সোহেল রানা কেবিনে

করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সোহেল রানার ছেলে পরিচালক মাশরুর পারভেজ। তিনি বলেন,  ‘হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। আব্বু করোনামুক্ত হয়েছেন। গতকাল (৬ জানুয়ারি) রাতে তাঁকে হাসপাতালটির সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। ওনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

সোহেল রানা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। মাশরুর বলেন, ‘এখন খুব হালকা লাগছে। সত্যি বলতে, খুব চিন্তায় ছিলাম। আশা করছি আব্বুকে দ্রুতই বাসায় নিয়ে যেতে পারব।’

গত ২৫ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তাঁর জ্বর ও কাশি ছিল। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত