মমতা শঙ্কর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী। সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো প্রথিতযশা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
মৃণাল সেনের সঙ্গে তাঁর প্রথম সিনেমা—মৃগয়া। এক সাঁওতালি মেয়ের চরিত্রে অভিনয় করেন মমতা।
সত্যজিৎ ও মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করদের পারিবারিক বন্ধুত্ব ছিল। মৃণাল সেন তাঁকে বারবার বলতেন, তুমি সিনেমা করো না কেন? তাঁর মা অমলা শঙ্করকে বলতেন, ‘কেন ওকে ফিল্মে নামাচ্ছেন না?’
মমতার নাকি তখন পড়াশোনা করতে একদমই ভালো লাগত না। এ নিয়ে হয়তো পরিবারও কিছুটা হতাশ ছিল। মৃণাল সেনের কথা শুনে মা অমলা নিজেই একদিন ফোন করেন। মৃণাল সেনকে তিনি বলেন, তিনি যদি ছবি করার কথা ভাবেন, তাহলে মেয়েকে দিতে রাজি।
মৃণাল সেন তখন ‘মৃগয়া’ ছবিটা ভেবেছেন। তিনি বললেন, ‘ঠিক আছে, কিন্তু একটা সাঁওতালি মেয়ের চরিত্র। তাকে কালো রং করা হবে।’
শুটিং শুরু হলে মমতা শঙ্করকে মেকআপ করে কালো রং করা হয়। নিজেকে দেখে আঁতকে উঠলেন তিনি। মৃণাল সেনকে খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘যদি কিছু মনে না করেন, আমি মেকআপ করব না, রোদে পুড়ে কালো হব।’
সময়টা ছিল এপ্রিল-মে মাস। সেই সময় সিনেমার চরিত্রের জন্য যতক্ষণ সূর্য থাকত, লবণ-পানি আর গ্লিসারিন গায়ে মেখে রোদে পুড়ে পুড়ে কালো হয়েছিলেন মমতা শঙ্কর।
মমতা শঙ্কর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী। সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো প্রথিতযশা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
মৃণাল সেনের সঙ্গে তাঁর প্রথম সিনেমা—মৃগয়া। এক সাঁওতালি মেয়ের চরিত্রে অভিনয় করেন মমতা।
সত্যজিৎ ও মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করদের পারিবারিক বন্ধুত্ব ছিল। মৃণাল সেন তাঁকে বারবার বলতেন, তুমি সিনেমা করো না কেন? তাঁর মা অমলা শঙ্করকে বলতেন, ‘কেন ওকে ফিল্মে নামাচ্ছেন না?’
মমতার নাকি তখন পড়াশোনা করতে একদমই ভালো লাগত না। এ নিয়ে হয়তো পরিবারও কিছুটা হতাশ ছিল। মৃণাল সেনের কথা শুনে মা অমলা নিজেই একদিন ফোন করেন। মৃণাল সেনকে তিনি বলেন, তিনি যদি ছবি করার কথা ভাবেন, তাহলে মেয়েকে দিতে রাজি।
মৃণাল সেন তখন ‘মৃগয়া’ ছবিটা ভেবেছেন। তিনি বললেন, ‘ঠিক আছে, কিন্তু একটা সাঁওতালি মেয়ের চরিত্র। তাকে কালো রং করা হবে।’
শুটিং শুরু হলে মমতা শঙ্করকে মেকআপ করে কালো রং করা হয়। নিজেকে দেখে আঁতকে উঠলেন তিনি। মৃণাল সেনকে খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘যদি কিছু মনে না করেন, আমি মেকআপ করব না, রোদে পুড়ে কালো হব।’
সময়টা ছিল এপ্রিল-মে মাস। সেই সময় সিনেমার চরিত্রের জন্য যতক্ষণ সূর্য থাকত, লবণ-পানি আর গ্লিসারিন গায়ে মেখে রোদে পুড়ে পুড়ে কালো হয়েছিলেন মমতা শঙ্কর।
শনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
৫ ঘণ্টা আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
৫ ঘণ্টা আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
৫ ঘণ্টা আগেওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কনটেন্ট দেখেন অজয় দেবগন। কমেডি সিরিজই তাঁর বেশি পছন্দের। বোম্বে টাইমসকে অভিনেতা জানিয়েছেন, এখন কোন সিরিজ দেখছেন তিনি। সবাইকে সিরিজটি দেখার পরামর্শও দিয়েছেন অজয়।
৫ ঘণ্টা আগে