গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তুনিশার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে দুই পরিবারেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে উভয় পরিবার সংবাদ সম্মেলনও করেছে। এবার শিজানের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করল তুনিশার পরিবার। তাদের অভিযোগ, শিজান তুনিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক দিন ধরেই তুনিশা ও শিজানের পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। এবারের সংবাদ সম্মেলনে শিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুনিশার পরিবার। সংবাদ সম্মেলনে তুনিশার মা বলেন, ‘তুনিশা তার বন্ধুদের জানিয়েছিল, শিজান নিয়মিত মাদক গ্রহণ করে। শিজান তুনিশাকে মাদক গ্রহণ করতে বাধ্য করেছিল।’ তুনিশার মা আরও দাবি করেন, ‘শিজানের কারণে তুনিশা ধূমপানও শুরু করে।’
শিজানের পরিবার তুনিশাকে ব্যবহার করত বলেও অভিযোগ করেন তুনিশার মা। তিনি বলেন, ‘গত তিন-চার মাস শিজানের পরিবারের সঙ্গে তুনিশার ঘনিষ্ঠতা বাড়ে।’ তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেন, ‘শিজানের জন্য মাদকের পেছনে অথবা শিজানের পরিবারের জন্য তুনিশা তার তিন লাখ রুপি খরচ করে থাকতে পারে।’
সর্বশেষ খবর অনুসারে, গতকাল শনিবার ভাসাই আদালতে শিজান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র জানান, তুনিশার মায়ের শহরের বাইরে থাকার কারণেই এই দেরি হয়েছে।
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর থেকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন।
গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি সিরিয়ালের শুটিং সেটের ওয়াশরুম থেকে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তুনিশার মায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক এবং সহ-অভিনেতা শিজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ নিয়ে দুই পরিবারেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হচ্ছে। এ নিয়ে উভয় পরিবার সংবাদ সম্মেলনও করেছে। এবার শিজানের পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করল তুনিশার পরিবার। তাদের অভিযোগ, শিজান তুনিশাকে মাদক গ্রহণে বাধ্য করতেন।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েক দিন ধরেই তুনিশা ও শিজানের পরিবার একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে। এবারের সংবাদ সম্মেলনে শিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল তুনিশার পরিবার। সংবাদ সম্মেলনে তুনিশার মা বলেন, ‘তুনিশা তার বন্ধুদের জানিয়েছিল, শিজান নিয়মিত মাদক গ্রহণ করে। শিজান তুনিশাকে মাদক গ্রহণ করতে বাধ্য করেছিল।’ তুনিশার মা আরও দাবি করেন, ‘শিজানের কারণে তুনিশা ধূমপানও শুরু করে।’
শিজানের পরিবার তুনিশাকে ব্যবহার করত বলেও অভিযোগ করেন তুনিশার মা। তিনি বলেন, ‘গত তিন-চার মাস শিজানের পরিবারের সঙ্গে তুনিশার ঘনিষ্ঠতা বাড়ে।’ তুনিশার মা বনিতা শর্মা আরও দাবি করেন, ‘শিজানের জন্য মাদকের পেছনে অথবা শিজানের পরিবারের জন্য তুনিশা তার তিন লাখ রুপি খরচ করে থাকতে পারে।’
সর্বশেষ খবর অনুসারে, গতকাল শনিবার ভাসাই আদালতে শিজান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। শিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র জানান, তুনিশার মায়ের শহরের বাইরে থাকার কারণেই এই দেরি হয়েছে।
তুনিশা সনি টিভি শো ‘মহারানা প্রতাপ’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন। ‘আলী বাবা দাস্তান-ই-কাবুল’ ধারাবাহিকে শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর থেকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেন।
দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে পোস্ট দেওয়ায় ফেসবুকে ট্রলের শিকার হচ্ছেন বাঁধন। মন্তব্যের ঘরে অনেকেই তাঁকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলেছেন। রোববার সকালে এ বিষয়ে ক্ষোভ জানালেন বাঁধন, নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন পোস্ট।
৯ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় চলছে অ্যাকশনের জোয়ার। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। এই কোরবানির ঈদে মুক্তির তালিকায়ও রয়েছে অ্যাকশন সিনেমার আধিক্য। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে থাকছেন নায়িকারাও।
১ দিন আগেএবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি...
১ দিন আগেআজ ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটিকে ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া শিল্পকলায় রয়েছে নানা আয়োজন। নতুন করে তৈরি হয়েছে গান এবং আয়োজন করা হয়েছে কনসার্টের। নির্বাচিত কিছু অনুষ্ঠানের খবর নিয়ে এ প্রতিবেদন।
১ দিন আগে