সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করছে। যদিও যশরাজের স্পাই ইউনিভার্সের একটি অংশ হওয়ায় এটি থেকে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু চলচ্চিত্রটি তা পূরণ করতে পারেনি বলে মনে করছেন মুম্বাইয়ের এক হলমালিক।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার ৩’ বক্স অফিসে চলতে না পারার বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। সঙ্গে সিনেমাটি নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
মনোজ দেশাই বলেছেন, সালমান খানের ‘টাইগার ৩’ থেকে তাঁর অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু তিনি এখন সিনেমাটির ফল নিয়ে হতাশ। ‘টাইগার ৩’ সেভাবে সফল না হওয়ার কারণও জানিয়েছেন মনোজ দেসাই। তাঁর মতে, ‘সিনেমায় সুপার-ডুপার হিট উপাদান নেই।’
ভিডিও সাক্ষাৎকারে মনোজ দেসাই বলেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম সালমানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, সিনেমাটি ভালো না চলায় আমার খুব মন খারাপ হয়েছিল। রোববার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, কিন্তু পরে দর্শকের সংখ্যা কমেছে। আজ এতই কমেছে যে আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, গল্প যিনি লিখেছেন, তার অনেক ভুল ছিল। আমি সিনেমাটির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে এতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এ ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না। আমরা দুটি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। তাই এটা দর্শককে সেভাবে টানতে পারেনি।’
মনোজ দেসাইয়ের এই ভিডিওটিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষ তা শেয়ার করে তাঁর সঙ্গে একমত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আয় করেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে সিনেমাটির আয় ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। বক্স অফিসে প্রথম চার দিনে দাপট দেখিয়ে ১৬৯ কোটি ১৫ লাখ রুপি আয় করেছিল। তবে প্রথম সপ্তাহেই আয় যেভাবে কমছে, তাতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে ভারতীয় বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করছে। যদিও যশরাজের স্পাই ইউনিভার্সের একটি অংশ হওয়ায় এটি থেকে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু চলচ্চিত্রটি তা পূরণ করতে পারেনি বলে মনে করছেন মুম্বাইয়ের এক হলমালিক।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি থিয়েটারের মালিক এবং মারাঠা মন্দির সিনেমার কর্মকর্তা মনোজ দেসাই ‘টাইগার ৩’ বক্স অফিসে চলতে না পারার বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন। সঙ্গে সিনেমাটি নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
মনোজ দেশাই বলেছেন, সালমান খানের ‘টাইগার ৩’ থেকে তাঁর অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু তিনি এখন সিনেমাটির ফল নিয়ে হতাশ। ‘টাইগার ৩’ সেভাবে সফল না হওয়ার কারণও জানিয়েছেন মনোজ দেসাই। তাঁর মতে, ‘সিনেমায় সুপার-ডুপার হিট উপাদান নেই।’
ভিডিও সাক্ষাৎকারে মনোজ দেসাই বলেন, ‘আমার অনেক প্রত্যাশা ছিল, আমি ভেবেছিলাম সালমানের সিনেমা সফল হবে। আপনি বিশ্বাস করবেন না, সিনেমাটি ভালো না চলায় আমার খুব মন খারাপ হয়েছিল। রোববার প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, কিন্তু পরে দর্শকের সংখ্যা কমেছে। আজ এতই কমেছে যে আমি কিছু বুঝতে পারছিলাম না, কী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, গল্প যিনি লিখেছেন, তার অনেক ভুল ছিল। আমি সিনেমাটির একটি ফ্রেমও দেখিনি, তবে শুনেছি যে এতে সালমান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাঁচাতে যান। এ ধরনের বিষয় আমাদের ভারতে কাজ করে না। আমরা দুটি দেশ পরস্পরের কট্টর প্রতিপক্ষ। তাই এটা দর্শককে সেভাবে টানতে পারেনি।’
মনোজ দেসাইয়ের এই ভিডিওটিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষ তা শেয়ার করে তাঁর সঙ্গে একমত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আয় করেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি। এখন পর্যন্ত ভারতের বাজার থেকে সিনেমাটির আয় ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। বক্স অফিসে প্রথম চার দিনে দাপট দেখিয়ে ১৬৯ কোটি ১৫ লাখ রুপি আয় করেছিল। তবে প্রথম সপ্তাহেই আয় যেভাবে কমছে, তাতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৫ ঘণ্টা আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৭ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৮ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৯ ঘণ্টা আগে