আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
আজ বলিউড অভিনেতা শশী কাপুরের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি। বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য শশী ছিলেন পৃথ্বীরাজ কাপুরের কনিষ্ঠ সন্তান। তাঁর দুই ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুরও দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। ঋষি কাপুর ও রণধীর কাপুররা এই পরিবারের তৃতীয় প্রজন্ম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্ম হিসেবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কারিশমা, কারিনা ও রণবীররা।
১৯৫৯ সালে ‘গেস্ট হাউস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান শশী। এর পরে তিনি ‘দুলহা-দুলহান’ ও ‘শ্রীমান সত্যবাদী’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর ভাই রাজ কাপুর। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শশী কাপুরের। এরপর দীর্ঘ অভিনয়জীবনে তিনি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘সত্তম শিব সুন্দরম’, ‘ধীবর’, ‘সোহাগ’, ‘নিমক হালাল’, ‘কেভি কেভি’, ‘আওয়ারে’, ‘চোর’, ‘কালা পাত্থর’ ও ‘ত্রিশূল’ উল্লেখযোগ্য। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমা হচ্ছে ‘ধর্মপুত্র’, ‘দিওয়ার’ ‘জুনুন’, ‘কালযুগ’ ও ‘নিউ দিল্লি টাইমস’।
ধর্মপুত্র
‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর। আচার্য চতুরসেনের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। ১৯৬১ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত বিভাজনের গল্প নিয়ে এটি ছিল প্রথম নির্মিত হিন্দি চলচ্চিত্র।
দিওয়ার
‘দিওয়ার’ সিনেমাটি পরিচালনা করেন যশ রাজ চোপড়া। অমিতাভ বচ্চনের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। এর মধ্যে একটি সিনেমা হলো ‘দিওয়ার’। সিনেমাটি মুক্তি পায় ১৯৭৫ সালে। সিনেমাটির জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার জেতেন শশী কাপুর।
জুনুন
‘জুনুন’ সিনেমায় অভিনয় করে শশী কাপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটির প্রযোজনাও করেছেন শশী কাপুর। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন শাবানা আজমী।
কালযুগ
শশী কাপুরের আরেকটি কালজয়ী সিনেমা হচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘কালযুগ’। সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালে। ১৯৮২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল। সিনেমাটি সেরা চিত্রনাট্যের জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন রেখা।
নিউ দিল্লি টাইমস
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিউ দিল্লি টাইমস’। রমেশ শর্মা পরিচালিত সিনেমাটিতে শশী কাপুর একজন সাংবাদিক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। সিনেমাটিতে শশী কাপুরের বিপরীতে অভিনয় করেন শর্মীলা ঠাকুর। এই সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৭ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১২ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১২ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১২ ঘণ্টা আগে