কান চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদের ধ্বনিও উচ্চারিত হলো কান উৎসবে।
১৩ মে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মাননা পেলেন অভিনেতা রবার্ট ডি নিরো। তাঁর হাতে সম্মানজনক পাম দি’অর তুলে দেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্মাননা পাওয়ার পর কানের মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দিলেন রবার্ট ডি নিরো, তাতে নড়েচড়ে বসেন সবাই। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কড়া সমালোচনা করলেন তিনি। এর বিরুদ্ধে সব শিল্পীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা উঠে আসে রবার্ট ডি নিরোর বক্তব্যে। তিনি বলেন, ‘আমার দেশে, আমরা এখন গণতন্ত্র রক্ষার জন্য প্রাণপণে লড়াই করছি—যেটা একসময় আমরা হালকাভাবে নিয়েছিলাম। এই লড়াই আমাদের সবার। কারণ, শিল্প তৎপরতাই হচ্ছে গণতান্ত্রিক। প্রত্যেক শিল্পই অন্তর্ভুক্তিমূলক, এটা মানুষকে একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এ কারণেই শিল্প তাদের কাছে এখন হুমকি। এ কারণেই স্বৈরাচারী ও ফ্যাসিবাদীরা আমাদের ভয় পায়।’
এ মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে মুক্তির ক্ষেত্রে ‘বিদেশে নির্মিত’ সব সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবিত এ শুল্কনীতির সমালোচনা করে ডি নিরো বলেন, ‘সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। শিল্পের ওপর এসব আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। সহিংসতা নয়, বরং প্রবল আবেগ আর অঙ্গীকার নিয়ে প্রতিবাদ করতে হবে।’
কান উৎসবের এ আসরে জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। উদ্বোধনী বক্তব্যে তিনি স্মরণ করেন গাজার ফটো সাংবাদিক ফাতিমা হাসসুনাকে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গত মাসে পরিবারের ১০ সদস্যসহ নিহত হন তিনি। তাঁর গল্প উঠে এসেছে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সির ‘পুট ইয়োর সৌল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ তথ্যচিত্রে, যেটি দেখানো হবে কান উৎসবে। বক্তব্যে ফাতিমা হাসসুনার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন জুলিয়েট বিনোশ।
ফাতিমাকে হত্যার নিন্দা জানিয়ে ৩৫০ জনের বেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। তাতে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে এ বিষয়ে শিল্পমাধ্যমের নীরবতারও সমালোচনা করা হয়েছে চিঠিতে।
কান উৎসবের কর্তারা হয়তো রাজনীতিকে উৎসবের বাইরে রাখতে চেয়েছিলেন, তবে বর্তমানের এই অস্থির পৃথিবীতে সেটা একেবারেই অসম্ভব।
টম ক্রুজের রাজকীয় প্রত্যাবর্তন
‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে তিন বছর আগে কান উৎসবে পা রেখেছিলেন টম ক্রুজ। গতকাল উৎসবের দ্বিতীয় দিনে আবার তিনি এলেন। এবারের উপলক্ষ ‘মিশন: ইম্পসিবল—ফাইনাল রেকনিং’। ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি, তার আগে কান উৎসবে হয়ে গেল মিশন ইম্পসিবলের প্রিমিয়ার। এ সময় টম ক্রুজের সঙ্গে ছিলেন পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি, সহ-অভিনেত্রী পম ক্লিমেনটিয়েফ, অ্যাঞ্জেলা বাসেট, হেইলি অ্যাটওয়েল ও হানাহ ওয়াডিংহ্যাম। বুধবার সন্ধ্যায় প্রিমিয়ারের আগে ম্যাককোয়ারি, টম ক্রুজ ও সহশিল্পীরা আলোকচিত্রীদের সামনে পোজ দেন।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদের ধ্বনিও উচ্চারিত হলো কান উৎসবে।
১৩ মে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মাননা পেলেন অভিনেতা রবার্ট ডি নিরো। তাঁর হাতে সম্মানজনক পাম দি’অর তুলে দেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্মাননা পাওয়ার পর কানের মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দিলেন রবার্ট ডি নিরো, তাতে নড়েচড়ে বসেন সবাই। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কড়া সমালোচনা করলেন তিনি। এর বিরুদ্ধে সব শিল্পীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা উঠে আসে রবার্ট ডি নিরোর বক্তব্যে। তিনি বলেন, ‘আমার দেশে, আমরা এখন গণতন্ত্র রক্ষার জন্য প্রাণপণে লড়াই করছি—যেটা একসময় আমরা হালকাভাবে নিয়েছিলাম। এই লড়াই আমাদের সবার। কারণ, শিল্প তৎপরতাই হচ্ছে গণতান্ত্রিক। প্রত্যেক শিল্পই অন্তর্ভুক্তিমূলক, এটা মানুষকে একতাবদ্ধ করে, সত্য অনুসন্ধান করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে। এ কারণেই শিল্প তাদের কাছে এখন হুমকি। এ কারণেই স্বৈরাচারী ও ফ্যাসিবাদীরা আমাদের ভয় পায়।’
এ মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে মুক্তির ক্ষেত্রে ‘বিদেশে নির্মিত’ সব সিনেমার ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবিত এ শুল্কনীতির সমালোচনা করে ডি নিরো বলেন, ‘সৃজনশীলতার কোনো দাম হতে পারে না, কিন্তু ট্রাম্প তাতে কর বসাতে চান। শিল্পের ওপর এসব আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। সহিংসতা নয়, বরং প্রবল আবেগ আর অঙ্গীকার নিয়ে প্রতিবাদ করতে হবে।’
কান উৎসবের এ আসরে জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। উদ্বোধনী বক্তব্যে তিনি স্মরণ করেন গাজার ফটো সাংবাদিক ফাতিমা হাসসুনাকে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গত মাসে পরিবারের ১০ সদস্যসহ নিহত হন তিনি। তাঁর গল্প উঠে এসেছে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সির ‘পুট ইয়োর সৌল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ তথ্যচিত্রে, যেটি দেখানো হবে কান উৎসবে। বক্তব্যে ফাতিমা হাসসুনার স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন জুলিয়েট বিনোশ।
ফাতিমাকে হত্যার নিন্দা জানিয়ে ৩৫০ জনের বেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। তাতে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে এ বিষয়ে শিল্পমাধ্যমের নীরবতারও সমালোচনা করা হয়েছে চিঠিতে।
কান উৎসবের কর্তারা হয়তো রাজনীতিকে উৎসবের বাইরে রাখতে চেয়েছিলেন, তবে বর্তমানের এই অস্থির পৃথিবীতে সেটা একেবারেই অসম্ভব।
টম ক্রুজের রাজকীয় প্রত্যাবর্তন
‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে তিন বছর আগে কান উৎসবে পা রেখেছিলেন টম ক্রুজ। গতকাল উৎসবের দ্বিতীয় দিনে আবার তিনি এলেন। এবারের উপলক্ষ ‘মিশন: ইম্পসিবল—ফাইনাল রেকনিং’। ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি, তার আগে কান উৎসবে হয়ে গেল মিশন ইম্পসিবলের প্রিমিয়ার। এ সময় টম ক্রুজের সঙ্গে ছিলেন পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি, সহ-অভিনেত্রী পম ক্লিমেনটিয়েফ, অ্যাঞ্জেলা বাসেট, হেইলি অ্যাটওয়েল ও হানাহ ওয়াডিংহ্যাম। বুধবার সন্ধ্যায় প্রিমিয়ারের আগে ম্যাককোয়ারি, টম ক্রুজ ও সহশিল্পীরা আলোকচিত্রীদের সামনে পোজ দেন।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
১ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৬ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
৬ ঘণ্টা আগে৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
৬ ঘণ্টা আগে