‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ফিরছে ববি দেওলের নাম। বলা যায়, সিনেমাটির সুবাদেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এই বলিউড অভিনেতা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ববি। জানিয়েছেন কীভাবে ‘মগজধোলাই’ করা হয় বলিউডে। তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক। আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কোনো অভিনেতার সাফল্য না পাওয়ার পেছনের অন্যতম কারণ সিনেমার পরিচালক, প্রযোজকদের বাধা।
ববির কথায়, ‘বেশির ভাগ ক্ষেত্রে একজন অভিনেতার পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ এই ইন্ডাস্ট্রি। সে চিরাচরিত, একধরনের চরিত্রেই অভিনয় করতে থাকে। আলাদা কিছু করার, অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করার সাহস পায় না। কেন পায় না? কারণ, তত দিনে ইন্ডাস্ট্রি তাঁর মগজধোলাই করে দিয়েছে!’
নিজের উদাহরণ টেনে ববি বলেন, ‘আমিও সেই অবস্থার মধ্যে ছিলাম। সৌভাগ্যবশত, নিজেই সে কথা উপলব্ধি করতে পেরে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করছিলাম। আমি খুশি যে সেই কাজটা করতে পেরেছি। তবে আফসোসের কথা আজও এমন অনেক অভিনেতা সেই জায়গায় আটকে আছেন, যাঁরা সেখান থেকে নিজেদের টেনে বের করে আনতে পারছেন না!’
এখানেই থামেননি ববি, তিনি আরও বলেন, ‘মজার কথা হলো, অভিনেতা যখন নতুন কোনো কিছু করার জন্য প্রস্তুত হন, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে তখন দাবিয়ে রাখে পরিচালক, প্রযোজকের দল। স্রেফ শিল্পের স্বার্থে নতুন কোনো ধরনের সিনেমা তাঁরা তৈরি করতে নারাজ। তাঁদের লক্ষ্য থাকে কী করে একটি সিনেমা থেকে যত বেশি সম্ভব মুনাফা লোটা যায়!’
তবে কথা শেষে ‘অ্যানিমেল’ অভিনেতা বলেন, ‘আশার কথা সময়টা এখন একটু একটু করে পাল্টাচ্ছে।’
‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ফিরছে ববি দেওলের নাম। বলা যায়, সিনেমাটির সুবাদেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এই বলিউড অভিনেতা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ববি। জানিয়েছেন কীভাবে ‘মগজধোলাই’ করা হয় বলিউডে। তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক। আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কোনো অভিনেতার সাফল্য না পাওয়ার পেছনের অন্যতম কারণ সিনেমার পরিচালক, প্রযোজকদের বাধা।
ববির কথায়, ‘বেশির ভাগ ক্ষেত্রে একজন অভিনেতার পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ এই ইন্ডাস্ট্রি। সে চিরাচরিত, একধরনের চরিত্রেই অভিনয় করতে থাকে। আলাদা কিছু করার, অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করার সাহস পায় না। কেন পায় না? কারণ, তত দিনে ইন্ডাস্ট্রি তাঁর মগজধোলাই করে দিয়েছে!’
নিজের উদাহরণ টেনে ববি বলেন, ‘আমিও সেই অবস্থার মধ্যে ছিলাম। সৌভাগ্যবশত, নিজেই সে কথা উপলব্ধি করতে পেরে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করছিলাম। আমি খুশি যে সেই কাজটা করতে পেরেছি। তবে আফসোসের কথা আজও এমন অনেক অভিনেতা সেই জায়গায় আটকে আছেন, যাঁরা সেখান থেকে নিজেদের টেনে বের করে আনতে পারছেন না!’
এখানেই থামেননি ববি, তিনি আরও বলেন, ‘মজার কথা হলো, অভিনেতা যখন নতুন কোনো কিছু করার জন্য প্রস্তুত হন, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে তখন দাবিয়ে রাখে পরিচালক, প্রযোজকের দল। স্রেফ শিল্পের স্বার্থে নতুন কোনো ধরনের সিনেমা তাঁরা তৈরি করতে নারাজ। তাঁদের লক্ষ্য থাকে কী করে একটি সিনেমা থেকে যত বেশি সম্ভব মুনাফা লোটা যায়!’
তবে কথা শেষে ‘অ্যানিমেল’ অভিনেতা বলেন, ‘আশার কথা সময়টা এখন একটু একটু করে পাল্টাচ্ছে।’
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১০ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১১ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
১২ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
১২ ঘণ্টা আগে