‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ফিরছে ববি দেওলের নাম। বলা যায়, সিনেমাটির সুবাদেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এই বলিউড অভিনেতা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ববি। জানিয়েছেন কীভাবে ‘মগজধোলাই’ করা হয় বলিউডে। তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক। আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কোনো অভিনেতার সাফল্য না পাওয়ার পেছনের অন্যতম কারণ সিনেমার পরিচালক, প্রযোজকদের বাধা।
ববির কথায়, ‘বেশির ভাগ ক্ষেত্রে একজন অভিনেতার পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ এই ইন্ডাস্ট্রি। সে চিরাচরিত, একধরনের চরিত্রেই অভিনয় করতে থাকে। আলাদা কিছু করার, অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করার সাহস পায় না। কেন পায় না? কারণ, তত দিনে ইন্ডাস্ট্রি তাঁর মগজধোলাই করে দিয়েছে!’
নিজের উদাহরণ টেনে ববি বলেন, ‘আমিও সেই অবস্থার মধ্যে ছিলাম। সৌভাগ্যবশত, নিজেই সে কথা উপলব্ধি করতে পেরে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করছিলাম। আমি খুশি যে সেই কাজটা করতে পেরেছি। তবে আফসোসের কথা আজও এমন অনেক অভিনেতা সেই জায়গায় আটকে আছেন, যাঁরা সেখান থেকে নিজেদের টেনে বের করে আনতে পারছেন না!’
এখানেই থামেননি ববি, তিনি আরও বলেন, ‘মজার কথা হলো, অভিনেতা যখন নতুন কোনো কিছু করার জন্য প্রস্তুত হন, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে তখন দাবিয়ে রাখে পরিচালক, প্রযোজকের দল। স্রেফ শিল্পের স্বার্থে নতুন কোনো ধরনের সিনেমা তাঁরা তৈরি করতে নারাজ। তাঁদের লক্ষ্য থাকে কী করে একটি সিনেমা থেকে যত বেশি সম্ভব মুনাফা লোটা যায়!’
তবে কথা শেষে ‘অ্যানিমেল’ অভিনেতা বলেন, ‘আশার কথা সময়টা এখন একটু একটু করে পাল্টাচ্ছে।’
‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ফিরছে ববি দেওলের নাম। বলা যায়, সিনেমাটির সুবাদেই হারানো জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এই বলিউড অভিনেতা। তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ববি। জানিয়েছেন কীভাবে ‘মগজধোলাই’ করা হয় বলিউডে। তুলে ধরেছেন বলিউডের অন্ধকার দিক। আরও জানিয়েছেন, কিছু ক্ষেত্রে কোনো অভিনেতার সাফল্য না পাওয়ার পেছনের অন্যতম কারণ সিনেমার পরিচালক, প্রযোজকদের বাধা।
ববির কথায়, ‘বেশির ভাগ ক্ষেত্রে একজন অভিনেতার পথ হারিয়ে ফেলার অন্যতম কারণ এই ইন্ডাস্ট্রি। সে চিরাচরিত, একধরনের চরিত্রেই অভিনয় করতে থাকে। আলাদা কিছু করার, অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করার সাহস পায় না। কেন পায় না? কারণ, তত দিনে ইন্ডাস্ট্রি তাঁর মগজধোলাই করে দিয়েছে!’
নিজের উদাহরণ টেনে ববি বলেন, ‘আমিও সেই অবস্থার মধ্যে ছিলাম। সৌভাগ্যবশত, নিজেই সে কথা উপলব্ধি করতে পেরে, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রাণপণে চেষ্টা করছিলাম। আমি খুশি যে সেই কাজটা করতে পেরেছি। তবে আফসোসের কথা আজও এমন অনেক অভিনেতা সেই জায়গায় আটকে আছেন, যাঁরা সেখান থেকে নিজেদের টেনে বের করে আনতে পারছেন না!’
এখানেই থামেননি ববি, তিনি আরও বলেন, ‘মজার কথা হলো, অভিনেতা যখন নতুন কোনো কিছু করার জন্য প্রস্তুত হন, বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে তখন দাবিয়ে রাখে পরিচালক, প্রযোজকের দল। স্রেফ শিল্পের স্বার্থে নতুন কোনো ধরনের সিনেমা তাঁরা তৈরি করতে নারাজ। তাঁদের লক্ষ্য থাকে কী করে একটি সিনেমা থেকে যত বেশি সম্ভব মুনাফা লোটা যায়!’
তবে কথা শেষে ‘অ্যানিমেল’ অভিনেতা বলেন, ‘আশার কথা সময়টা এখন একটু একটু করে পাল্টাচ্ছে।’
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে