‘জিরো’র ব্যর্থতার পর চার বছরের বিরতি। এরপর শাহরুখ যা দেখালেন, তা যেন রূপকথার মতোই। ‘পাঠান’ ও ‘জওয়ান’, একই বছরে দু-দুটো ব্লকবাস্টার সিনেমা। আর ‘জওয়ান’ ছাপিয়ে গেছে ‘পাঠান’কেও। সবারই তাই প্রশ্ন, কবে আসছে ‘জওয়ান ২’?
‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে এর ডায়ালগেও। ছবির শেষ দৃশ্য়ে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির হয়েছিলেন আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গেছে শাহরুখের মুখে। তাহলে কি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন?’ গতকাল বৃহস্পতিবার জন্মদিনে এর উত্তরটা দিলেন বলিউড বাদশাহ নিজেই।
‘জওয়ান ২’ আনার কথা বলতেই ‘আস্ক এস আরকে’ সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২’ বানানোটা আমার পক্ষে কঠিন নয়। আমি এখনই অ্যাটলিকে ফোন করে এটি বানিয়ে নিতে পারি। এটাকেবলে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডানকি আসছে। এটি আপনাদের ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’
শাহরুখ না চাইলেও এর আগে ‘জওয়ান-২’ আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি কুমার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চান তিনি।
উল্লেখ্য, শাহরুখের এখনকার ব্যস্ততা রাজকুমার হিরানি পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। গতকাল ৫৮তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
‘জিরো’র ব্যর্থতার পর চার বছরের বিরতি। এরপর শাহরুখ যা দেখালেন, তা যেন রূপকথার মতোই। ‘পাঠান’ ও ‘জওয়ান’, একই বছরে দু-দুটো ব্লকবাস্টার সিনেমা। আর ‘জওয়ান’ ছাপিয়ে গেছে ‘পাঠান’কেও। সবারই তাই প্রশ্ন, কবে আসছে ‘জওয়ান ২’?
‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে এর ডায়ালগেও। ছবির শেষ দৃশ্য়ে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির হয়েছিলেন আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গেছে শাহরুখের মুখে। তাহলে কি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন?’ গতকাল বৃহস্পতিবার জন্মদিনে এর উত্তরটা দিলেন বলিউড বাদশাহ নিজেই।
‘জওয়ান ২’ আনার কথা বলতেই ‘আস্ক এস আরকে’ সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২’ বানানোটা আমার পক্ষে কঠিন নয়। আমি এখনই অ্যাটলিকে ফোন করে এটি বানিয়ে নিতে পারি। এটাকেবলে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডানকি আসছে। এটি আপনাদের ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’
শাহরুখ না চাইলেও এর আগে ‘জওয়ান-২’ আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি কুমার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চান তিনি।
উল্লেখ্য, শাহরুখের এখনকার ব্যস্ততা রাজকুমার হিরানি পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। গতকাল ৫৮তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
১৭ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১৭ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১৭ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে