বিনোদন ডেস্ক
‘জিরো’র ব্যর্থতার পর চার বছরের বিরতি। এরপর শাহরুখ যা দেখালেন, তা যেন রূপকথার মতোই। ‘পাঠান’ ও ‘জওয়ান’, একই বছরে দু-দুটো ব্লকবাস্টার সিনেমা। আর ‘জওয়ান’ ছাপিয়ে গেছে ‘পাঠান’কেও। সবারই তাই প্রশ্ন, কবে আসছে ‘জওয়ান ২’?
‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে এর ডায়ালগেও। ছবির শেষ দৃশ্য়ে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির হয়েছিলেন আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গেছে শাহরুখের মুখে। তাহলে কি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন?’ গতকাল বৃহস্পতিবার জন্মদিনে এর উত্তরটা দিলেন বলিউড বাদশাহ নিজেই।
‘জওয়ান ২’ আনার কথা বলতেই ‘আস্ক এস আরকে’ সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২’ বানানোটা আমার পক্ষে কঠিন নয়। আমি এখনই অ্যাটলিকে ফোন করে এটি বানিয়ে নিতে পারি। এটাকেবলে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডানকি আসছে। এটি আপনাদের ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’
শাহরুখ না চাইলেও এর আগে ‘জওয়ান-২’ আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি কুমার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চান তিনি।
উল্লেখ্য, শাহরুখের এখনকার ব্যস্ততা রাজকুমার হিরানি পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। গতকাল ৫৮তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
‘জিরো’র ব্যর্থতার পর চার বছরের বিরতি। এরপর শাহরুখ যা দেখালেন, তা যেন রূপকথার মতোই। ‘পাঠান’ ও ‘জওয়ান’, একই বছরে দু-দুটো ব্লকবাস্টার সিনেমা। আর ‘জওয়ান’ ছাপিয়ে গেছে ‘পাঠান’কেও। সবারই তাই প্রশ্ন, কবে আসছে ‘জওয়ান ২’?
‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে এর ডায়ালগেও। ছবির শেষ দৃশ্য়ে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির হয়েছিলেন আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গেছে শাহরুখের মুখে। তাহলে কি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন?’ গতকাল বৃহস্পতিবার জন্মদিনে এর উত্তরটা দিলেন বলিউড বাদশাহ নিজেই।
‘জওয়ান ২’ আনার কথা বলতেই ‘আস্ক এস আরকে’ সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২’ বানানোটা আমার পক্ষে কঠিন নয়। আমি এখনই অ্যাটলিকে ফোন করে এটি বানিয়ে নিতে পারি। এটাকেবলে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডানকি আসছে। এটি আপনাদের ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’
শাহরুখ না চাইলেও এর আগে ‘জওয়ান-২’ আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি কুমার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চান তিনি।
উল্লেখ্য, শাহরুখের এখনকার ব্যস্ততা রাজকুমার হিরানি পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। গতকাল ৫৮তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
কনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
১ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
৫ ঘণ্টা আগেবছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে গত রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হয় একক বংশীবাদন অনুষ্ঠান। বাংলাদেশ বাঁশরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করে একটি মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা পর্বের সভাপতিত্
৬ ঘণ্টা আগে