সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বুধবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী দীপ্তি তালপাড়ে।
শ্রেয়স বাড়ি ফেরার পর ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী দীপ্তি লিখেছেন, ‘আমার জীবন, শ্রেয়স বাড়ি ফিরেছে। আমি সব সময় ওর সঙ্গে ঝগড়া করতাম, শেষ পর্যন্ত আমি কার ওপর আস্থা রাখব? আজ আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। তিনি হলেন ঈশ্বর। যেদিন সন্ধ্যাবেলায় আমার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছিল, তখন তিনি আমার সঙ্গে ছিলেন। আমার মনে হয় না যে এ জীবনে আর কখনো তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব।’
দীপ্তি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেসময় তাঁদের পাশে দাঁড়ানো মানুষদের। সঙ্গে দীপ্তি ধন্যবাদ জানিয়েছেন বন্ধু, আত্মীয়স্বজন ও সিনেমাজগতের মানুষদের।
উল্লেখ্য, ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। সেদিন শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রী দীপ্তিকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জ্ঞান হারান অভিনেতা। এরপর পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়।
শ্রেয়সের বন্ধু তথা অভিনেতা-প্রযোজক সোহম জানান, শ্রেয়সের স্ত্রী দীপ্তির উপস্থিত বুদ্ধির জোরেই শ্রেয়স এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন। একদম সঠিক সময়ে হাসপাতালে খবর দিয়েছিলেন তিনি।
একাধিক ব্যবসাসফল হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়স ৪৫ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার শুটিং। এতে দেখা যাবে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়সহ একঝাঁক তারকাকে।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বুধবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী দীপ্তি তালপাড়ে।
শ্রেয়স বাড়ি ফেরার পর ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী দীপ্তি লিখেছেন, ‘আমার জীবন, শ্রেয়স বাড়ি ফিরেছে। আমি সব সময় ওর সঙ্গে ঝগড়া করতাম, শেষ পর্যন্ত আমি কার ওপর আস্থা রাখব? আজ আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। তিনি হলেন ঈশ্বর। যেদিন সন্ধ্যাবেলায় আমার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছিল, তখন তিনি আমার সঙ্গে ছিলেন। আমার মনে হয় না যে এ জীবনে আর কখনো তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব।’
দীপ্তি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেসময় তাঁদের পাশে দাঁড়ানো মানুষদের। সঙ্গে দীপ্তি ধন্যবাদ জানিয়েছেন বন্ধু, আত্মীয়স্বজন ও সিনেমাজগতের মানুষদের।
উল্লেখ্য, ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। সেদিন শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রী দীপ্তিকে জানান যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জ্ঞান হারান অভিনেতা। এরপর পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়।
শ্রেয়সের বন্ধু তথা অভিনেতা-প্রযোজক সোহম জানান, শ্রেয়সের স্ত্রী দীপ্তির উপস্থিত বুদ্ধির জোরেই শ্রেয়স এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন। একদম সঠিক সময়ে হাসপাতালে খবর দিয়েছিলেন তিনি।
একাধিক ব্যবসাসফল হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়স ৪৫ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার শুটিং। এতে দেখা যাবে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়সহ একঝাঁক তারকাকে।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
১ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
২ ঘণ্টা আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
৪ ঘণ্টা আগে