Ajker Patrika

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুস্বর নাট্যদলের নতুন নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: অনুস্বরের সৌজন্যে
‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: অনুস্বরের সৌজন্যে

২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। ২৫ জুলাই সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। বিকেল ৫টায় প্রথম প্রদর্শনীর পর একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই শিল্পকলা একাডেমিতে অনুস্বর সংলাপ-এর আয়োজন করা হয়েছে। এতে দর্শক ও নাট্যকর্মীদের মুখোমুখি হবেন নির্দেশক ও শিক্ষক অসীম দাস।

বুদ্ধিজীবীর বাসায় শয়তান মূলত বিশ্ব রাজনৈতিক পটভূমির সিরিও কমেডি নাটক। বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহ তাণ্ডব চলছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ বারী ও সাইফ সুমন। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।

নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘এটা মূলত স্যাটায়ার নাটক। তৌফিক আল হাকিমের মিসরীয় একটি নাটক এবং খলিল আল জিবরানের দুটি গল্পের নির্যাস থেকে এই নাটক রচিত হয়েছে। এই নাটকটি বেছে নেওয়ার কারণ হচ্ছে, যুদ্ধের ডামাডোল পৃথিবীজুড়েই চলছে। যুদ্ধ আসলে কাদের কারণে হয়, কেন হয়, কী কারণে হয়—সে বিষয়গুলো ব্যঙ্গাত্মক জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’

মোহাম্মদ বারী আরও বলেন, ‘অনেক সময় আমরা মনে করি, শান্তির জন্য যুদ্ধ হয়। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল শান্তির জন্য। যুদ্ধের বিপরীতে আরেকটা জায়গা থাকে। এর সঙ্গে রক্তপাতের সম্পর্ক আছে, অমানবিকতার সম্পর্ক আছে। যুদ্ধের ক্ষেত্রে শান্তির চেয়ে মানবতার বন্দিত্বের ঘটনা বেশি ঘটে। মানুষের মুক্তির চেয়ে অন্য গোষ্ঠীকে বন্দী করার একটা কায়দা। যুগে যুগে দেখা গেছে যুদ্ধের পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য। যারা যুদ্ধের পেছনে এই কলকাঠি নাড়ছে, তারা হয়তো সাম্রাজ্য বিস্তৃত করতে চায়, লোভের দুনিয়া প্রতিষ্ঠা করতে চায়। ফলে মানুষের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা আরও ভয়াবহভাবে নিস্পৃহ হয়।’

বুদ্ধিজীবীর বাসায় শয়তান নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইফ সুমন, মিতু, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার ও রিমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত