বিনোদন প্রতিবেদক, ঢাকা
২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। ২৫ জুলাই সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। বিকেল ৫টায় প্রথম প্রদর্শনীর পর একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই শিল্পকলা একাডেমিতে অনুস্বর সংলাপ-এর আয়োজন করা হয়েছে। এতে দর্শক ও নাট্যকর্মীদের মুখোমুখি হবেন নির্দেশক ও শিক্ষক অসীম দাস।
বুদ্ধিজীবীর বাসায় শয়তান মূলত বিশ্ব রাজনৈতিক পটভূমির সিরিও কমেডি নাটক। বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহ তাণ্ডব চলছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ বারী ও সাইফ সুমন। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘এটা মূলত স্যাটায়ার নাটক। তৌফিক আল হাকিমের মিসরীয় একটি নাটক এবং খলিল আল জিবরানের দুটি গল্পের নির্যাস থেকে এই নাটক রচিত হয়েছে। এই নাটকটি বেছে নেওয়ার কারণ হচ্ছে, যুদ্ধের ডামাডোল পৃথিবীজুড়েই চলছে। যুদ্ধ আসলে কাদের কারণে হয়, কেন হয়, কী কারণে হয়—সে বিষয়গুলো ব্যঙ্গাত্মক জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
মোহাম্মদ বারী আরও বলেন, ‘অনেক সময় আমরা মনে করি, শান্তির জন্য যুদ্ধ হয়। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল শান্তির জন্য। যুদ্ধের বিপরীতে আরেকটা জায়গা থাকে। এর সঙ্গে রক্তপাতের সম্পর্ক আছে, অমানবিকতার সম্পর্ক আছে। যুদ্ধের ক্ষেত্রে শান্তির চেয়ে মানবতার বন্দিত্বের ঘটনা বেশি ঘটে। মানুষের মুক্তির চেয়ে অন্য গোষ্ঠীকে বন্দী করার একটা কায়দা। যুগে যুগে দেখা গেছে যুদ্ধের পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য। যারা যুদ্ধের পেছনে এই কলকাঠি নাড়ছে, তারা হয়তো সাম্রাজ্য বিস্তৃত করতে চায়, লোভের দুনিয়া প্রতিষ্ঠা করতে চায়। ফলে মানুষের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা আরও ভয়াবহভাবে নিস্পৃহ হয়।’
বুদ্ধিজীবীর বাসায় শয়তান নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইফ সুমন, মিতু, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার ও রিমা।
২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। ২৫ জুলাই সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। বিকেল ৫টায় প্রথম প্রদর্শনীর পর একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই শিল্পকলা একাডেমিতে অনুস্বর সংলাপ-এর আয়োজন করা হয়েছে। এতে দর্শক ও নাট্যকর্মীদের মুখোমুখি হবেন নির্দেশক ও শিক্ষক অসীম দাস।
বুদ্ধিজীবীর বাসায় শয়তান মূলত বিশ্ব রাজনৈতিক পটভূমির সিরিও কমেডি নাটক। বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহ তাণ্ডব চলছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ বারী ও সাইফ সুমন। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।
নির্দেশক মোহাম্মদ বারী বলেন, ‘এটা মূলত স্যাটায়ার নাটক। তৌফিক আল হাকিমের মিসরীয় একটি নাটক এবং খলিল আল জিবরানের দুটি গল্পের নির্যাস থেকে এই নাটক রচিত হয়েছে। এই নাটকটি বেছে নেওয়ার কারণ হচ্ছে, যুদ্ধের ডামাডোল পৃথিবীজুড়েই চলছে। যুদ্ধ আসলে কাদের কারণে হয়, কেন হয়, কী কারণে হয়—সে বিষয়গুলো ব্যঙ্গাত্মক জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
মোহাম্মদ বারী আরও বলেন, ‘অনেক সময় আমরা মনে করি, শান্তির জন্য যুদ্ধ হয়। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল শান্তির জন্য। যুদ্ধের বিপরীতে আরেকটা জায়গা থাকে। এর সঙ্গে রক্তপাতের সম্পর্ক আছে, অমানবিকতার সম্পর্ক আছে। যুদ্ধের ক্ষেত্রে শান্তির চেয়ে মানবতার বন্দিত্বের ঘটনা বেশি ঘটে। মানুষের মুক্তির চেয়ে অন্য গোষ্ঠীকে বন্দী করার একটা কায়দা। যুগে যুগে দেখা গেছে যুদ্ধের পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য। যারা যুদ্ধের পেছনে এই কলকাঠি নাড়ছে, তারা হয়তো সাম্রাজ্য বিস্তৃত করতে চায়, লোভের দুনিয়া প্রতিষ্ঠা করতে চায়। ফলে মানুষের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা আরও ভয়াবহভাবে নিস্পৃহ হয়।’
বুদ্ধিজীবীর বাসায় শয়তান নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাইফ সুমন, মিতু, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার ও রিমা।
বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র..
৪ ঘণ্টা আগে‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি...
৫ ঘণ্টা আগে২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম..
৮ ঘণ্টা আগে