আজকের পত্রিকা ডেস্ক
‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি নিজে কখনো এমন সিদ্ধান্ত নিতেন না, বিশেষ করে যখন বিষয়টি পাকিস্তানকে ঘিরে।
অনুপম খের বলেন, ‘এটা দিলজিতের মৌলিক অধিকার। তার নিজের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, এবং সেটা সে করতে পারে। কিন্তু যদি নিজের কথা বলি, আমি হয়তো এটা করতাম না।’ ভারত ও পাকিস্তানের তুলনা টেনে খের বলেন, ‘ভারত আমার পরিবার, পাকিস্তান আমার প্রতিবেশী। এখন আমার কোনো প্রতিবেশী যদি আমার বাবার গায়ে হাত তোলে। তাপর শিল্পের দোহাই দিয়ে আমি কখনো তাকে বলব না যে তুমি ভালো গান করো, তবলা বাজাও। এসো আমার বাড়িতে এসে একদিন পারফর্ম করে যাও। আমি এটা পারব না। আমি এত মহান নই।’
তিনি আরও বলেন, ‘আমি কারও গায়ে তুলব না, একইভাবে অন্য কাউকেও সেই অধিকার দেব না। আমার বাড়িতে যেমন আমি কিছু নিয়ম মেনে চলি, দেশের ক্ষেত্রেও তেমন। আমি এত মহান নই যে শিল্পের দোহাই দিয়ে আমার পরিবারের ওপর আঘাত বা বোনের সিথির সিঁদূর মুছে যাওয়া মেনে নিতে পারব না।’
প্রসঙ্গত, ২০১৬ সালের উরি হামলার পর ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। তারপরও নিজের প্রযোজিত পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ৩’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে শুরু থেকেই সমালোচিত হচ্ছেন দিলজিত দেশাঞ্জ। বিশেষ করে চলতি বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের পর বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।
এই প্রসঙ্গে গত সপ্তাহে বলিউড তারকা অজয় দেবগনও প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘আমি জানি না কে কোথা থেকে ট্রোল করছে বা কী ঠিক আর কী ভুল। আমি দিলজিতের জায়গায় নেই, তাই মন্তব্য করতে পারি না। তারও নিশ্চয়ই কিছু কারণ ছিল। সবার নিজের দৃষ্টিভঙ্গি থাকে। তাই এমন অবস্থায় কথাবার্তার মাধ্যমেই সমাধান সম্ভব। আমি কাউকে দোষ দেব না বা বলব না কী ঠিক বা ভুল।’
উল্লেখ্য, গত ২৭ জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ‘সরদার জি ৩’। এমনকি পাকিস্তানেও মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটিকে। তবে, বিতর্কের জেরে ভারতে মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি।
‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি নিজে কখনো এমন সিদ্ধান্ত নিতেন না, বিশেষ করে যখন বিষয়টি পাকিস্তানকে ঘিরে।
অনুপম খের বলেন, ‘এটা দিলজিতের মৌলিক অধিকার। তার নিজের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, এবং সেটা সে করতে পারে। কিন্তু যদি নিজের কথা বলি, আমি হয়তো এটা করতাম না।’ ভারত ও পাকিস্তানের তুলনা টেনে খের বলেন, ‘ভারত আমার পরিবার, পাকিস্তান আমার প্রতিবেশী। এখন আমার কোনো প্রতিবেশী যদি আমার বাবার গায়ে হাত তোলে। তাপর শিল্পের দোহাই দিয়ে আমি কখনো তাকে বলব না যে তুমি ভালো গান করো, তবলা বাজাও। এসো আমার বাড়িতে এসে একদিন পারফর্ম করে যাও। আমি এটা পারব না। আমি এত মহান নই।’
তিনি আরও বলেন, ‘আমি কারও গায়ে তুলব না, একইভাবে অন্য কাউকেও সেই অধিকার দেব না। আমার বাড়িতে যেমন আমি কিছু নিয়ম মেনে চলি, দেশের ক্ষেত্রেও তেমন। আমি এত মহান নই যে শিল্পের দোহাই দিয়ে আমার পরিবারের ওপর আঘাত বা বোনের সিথির সিঁদূর মুছে যাওয়া মেনে নিতে পারব না।’
প্রসঙ্গত, ২০১৬ সালের উরি হামলার পর ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। তারপরও নিজের প্রযোজিত পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ৩’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে শুরু থেকেই সমালোচিত হচ্ছেন দিলজিত দেশাঞ্জ। বিশেষ করে চলতি বছর জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের পর বিতর্ক তুঙ্গে পৌঁছেছে।
এই প্রসঙ্গে গত সপ্তাহে বলিউড তারকা অজয় দেবগনও প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘আমি জানি না কে কোথা থেকে ট্রোল করছে বা কী ঠিক আর কী ভুল। আমি দিলজিতের জায়গায় নেই, তাই মন্তব্য করতে পারি না। তারও নিশ্চয়ই কিছু কারণ ছিল। সবার নিজের দৃষ্টিভঙ্গি থাকে। তাই এমন অবস্থায় কথাবার্তার মাধ্যমেই সমাধান সম্ভব। আমি কাউকে দোষ দেব না বা বলব না কী ঠিক বা ভুল।’
উল্লেখ্য, গত ২৭ জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ‘সরদার জি ৩’। এমনকি পাকিস্তানেও মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটিকে। তবে, বিতর্কের জেরে ভারতে মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি।
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেস্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
৬ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া।
১৮ ঘণ্টা আগেপ্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
১ দিন আগে