আজকের পত্রিকা ডেস্ক
বলিউডে পা রাখার আগেই অভিনয়-দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজিতে ডায়ালগ ডেলিভারি দিচ্ছেন শোরা। ভিডিওটির কমেন্ট সেকশনে এক অনুসারী লিখেছেন, ‘মন ভরে গেল।’ আরেকজন লিখেছেন, ‘কী অসাধারণ অভিনয় করলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নিশ্চয়ই বলিউডে রাজ করবেন নওয়াজ-কন্যা।’ আরেকজন বলছেন, ‘বাবার মতোই প্রতিভাবান কন্যা। অবশ্যই গর্বিত হওয়ার মতো মুহূর্ত।’
গত বছর এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি শোরার প্যাশনের কথা উল্লেখ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন অভিনয়টা শিখছে। সে নিজে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষকের সামনে দুই হাত জোড় করে বলেছে, সে অভিনয় শিখতে চায়।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শোরা বলেছেন, ‘আমি যা করেছি বা শিখেছি, তা-ই আমার সন্তানের করতে হবে—এমন কিছুতে আমি বিশ্বাসী নই। শোরার ওপর আমি সেই চাপ তৈরি করতে চাই না। ও নিজের পৃথিবীকে কীভাবে দেখছে, সেটা গুরুত্বপূর্ণ। জীবন সম্পর্কে ওর নিজস্ব ব্যাখ্যা থাকা দরকার—আমার চাপিয়ে দেওয়া কিছু ধারণ করা নয়। আমার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং জীবন ভিন্ন ছিল। আমি যেভাবে পৃথিবীকে দেখতাম, তাতে আমার অভিজ্ঞতাও সেভাবে তৈরি হয়েছে। তাই আমি যদি শোরাকে বলি, আমার অভিজ্ঞতা থেকে শিখো, সেটা ভুল হবে। আমি তার ওপর সেই চাপ দিতে চাই না।’
শোরা বর্তমানে লন্ডনে অভিনয় শিখছেন।
তথ্যসূত্র: এনডিটিভি মুভিজ
বলিউডে পা রাখার আগেই অভিনয়-দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজিতে ডায়ালগ ডেলিভারি দিচ্ছেন শোরা। ভিডিওটির কমেন্ট সেকশনে এক অনুসারী লিখেছেন, ‘মন ভরে গেল।’ আরেকজন লিখেছেন, ‘কী অসাধারণ অভিনয় করলেন!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নিশ্চয়ই বলিউডে রাজ করবেন নওয়াজ-কন্যা।’ আরেকজন বলছেন, ‘বাবার মতোই প্রতিভাবান কন্যা। অবশ্যই গর্বিত হওয়ার মতো মুহূর্ত।’
গত বছর এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি শোরার প্যাশনের কথা উল্লেখ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন অভিনয়টা শিখছে। সে নিজে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষকের সামনে দুই হাত জোড় করে বলেছে, সে অভিনয় শিখতে চায়।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শোরা বলেছেন, ‘আমি যা করেছি বা শিখেছি, তা-ই আমার সন্তানের করতে হবে—এমন কিছুতে আমি বিশ্বাসী নই। শোরার ওপর আমি সেই চাপ তৈরি করতে চাই না। ও নিজের পৃথিবীকে কীভাবে দেখছে, সেটা গুরুত্বপূর্ণ। জীবন সম্পর্কে ওর নিজস্ব ব্যাখ্যা থাকা দরকার—আমার চাপিয়ে দেওয়া কিছু ধারণ করা নয়। আমার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং জীবন ভিন্ন ছিল। আমি যেভাবে পৃথিবীকে দেখতাম, তাতে আমার অভিজ্ঞতাও সেভাবে তৈরি হয়েছে। তাই আমি যদি শোরাকে বলি, আমার অভিজ্ঞতা থেকে শিখো, সেটা ভুল হবে। আমি তার ওপর সেই চাপ দিতে চাই না।’
শোরা বর্তমানে লন্ডনে অভিনয় শিখছেন।
তথ্যসূত্র: এনডিটিভি মুভিজ
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেস্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
৬ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া।
১৭ ঘণ্টা আগেপ্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
১ দিন আগে