বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম মিউজিক ভিডিও।
গত মে মাসে বুবলীর সঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছিলেন তানিম রহমান অংশু। ১৯ মে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে অংশু লেখেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’ তবে কী কাজ হচ্ছে সেটা জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল তাঁদের কাজের খবর।
‘ময়না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে অংশুর নির্দেশনায় কাজ করেছেন বুবলী। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমায় বুবলীর ঠোঁটে শোনা গেছে কোনালের গান। এমনকি যে গানের জন্য কোনাল সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন, সেটিতেও পর্দায় ঠোঁট মিলিয়েছেন বুবলী।
জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে ময়না গানের ভিডিওর শুটিং। গানচিল মিউজিকের ব্যানারে শিগগিরই এটি প্রকাশ পাবে। গানের বিষয়টি নিশ্চিত করলেও এখনই গানটি নিয়ে বিস্তারিত জানাতে চায় না গানচিল কর্তৃপক্ষ। নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করলে তাঁর কাছ থেকেও পাওয়া গেল একই সুর। জানালেন দুদিন পরেই এ নিয়ে জানাবেন বিস্তারিত।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত দুটি সিনেমা। একটি জাহিদ জুয়েলের ‘পিনিক’, আরেকটি হলো রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। দুটি সিনেমাই গত কোরবানির ঈদে মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমা দুটি মুক্তির পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নির্মাতারা।
বুবলী এখন ব্যস্ত রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমা নিয়ে। এতে তাঁর সঙ্গে আছেন আব্দুন নূর সজল। এ ছাড়া শেষ করেছেন টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজ। রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস, রজতাভ দত্ত প্রমুখ।
২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম মিউজিক ভিডিও।
গত মে মাসে বুবলীর সঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছিলেন তানিম রহমান অংশু। ১৯ মে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে ফেসবুকে অংশু লেখেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’ তবে কী কাজ হচ্ছে সেটা জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল তাঁদের কাজের খবর।
‘ময়না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে অংশুর নির্দেশনায় কাজ করেছেন বুবলী। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমায় বুবলীর ঠোঁটে শোনা গেছে কোনালের গান। এমনকি যে গানের জন্য কোনাল সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন, সেটিতেও পর্দায় ঠোঁট মিলিয়েছেন বুবলী।
জানা গেছে, ইতিমধ্যে শেষ হয়েছে ময়না গানের ভিডিওর শুটিং। গানচিল মিউজিকের ব্যানারে শিগগিরই এটি প্রকাশ পাবে। গানের বিষয়টি নিশ্চিত করলেও এখনই গানটি নিয়ে বিস্তারিত জানাতে চায় না গানচিল কর্তৃপক্ষ। নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করলে তাঁর কাছ থেকেও পাওয়া গেল একই সুর। জানালেন দুদিন পরেই এ নিয়ে জানাবেন বিস্তারিত।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত দুটি সিনেমা। একটি জাহিদ জুয়েলের ‘পিনিক’, আরেকটি হলো রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। দুটি সিনেমাই গত কোরবানির ঈদে মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমা দুটি মুক্তির পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নির্মাতারা।
বুবলী এখন ব্যস্ত রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমা নিয়ে। এতে তাঁর সঙ্গে আছেন আব্দুন নূর সজল। এ ছাড়া শেষ করেছেন টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজ। রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস, রজতাভ দত্ত প্রমুখ।
বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র..
৫ ঘণ্টা আগে‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি...
৫ ঘণ্টা আগে২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। ২৫ জুলাই সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। বিকেল ৫টায় প্রথম প্রদর্শনীর পর একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয়...
৮ ঘণ্টা আগে