অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র দুদিন পরই শহরটিতে শুরু হয় বিয়ন্সের চার রাতব্যাপী ‘Cowboy Carter’ ট্যুর।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি ঘটে গত ৮ জুলাই। বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু সেদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের কাছে গাড়িটি পার্ক করেন। তাঁরা কিছু সময়ের জন্য ভেতরে যান। ফিরে এসে দেখতে পান, গাড়ির পেছনের জানালার কাচ ভাঙা এবং ভেতর থেকে দুটি স্যুটকেস চুরি গেছে।
স্যুটকেস দুটিতে ছিল—পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে বিয়ন্সের ওয়াটারমার্কযুক্ত অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরোনো ও ভবিষ্যৎ শো’র সেট লিস্ট সংরক্ষিত ছিল। এ ছাড়া আরও চুরি গেছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস।
পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চুরি হওয়া জিনিসগুলোর সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে তদন্তকারী দল গাড়িটি ঘিরে অনুসন্ধান চালায় এবং গাড়ির গায়ে দুটি হালকা আঙুলের ছাপও সংগ্রহ করে।
চুরির ঘটনায় এরই মধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। চুরি যাওয়া জিনিসপত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি পুলিশ। বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেওয়া হয়নি।
কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এর আগে শাকিরাসহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে, নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু ২০২৪ সালের সুপার বৌলের এক বিজ্ঞাপনে বিয়ন্সের সঙ্গে উপস্থিত ছিলেন। ওই বিজ্ঞাপনেই বিয়ন্স তাঁর ‘Cowboy Carter’ অ্যালবামের দুটি গান প্রথমবারের মতো প্রকাশ করেন, যা পরে বছরের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে মুক্তি পায়।
চুরির ঘটনায় বিয়ন্সের পারফরম্যান্স বা ট্যুরে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সংগীত অঙ্গনের অনেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন, বিশেষ করে অপ্রকাশিত গানের নিরাপত্তা ভঙ্গ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
তথ্যসূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সের গুরুত্বপূর্ণ কিছু তথ্য চুরি হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। তাঁর কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীর ভাড়া করা গাড়ি থেকে অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনা এবং সেটলিস্টসহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মাত্র দুদিন পরই শহরটিতে শুরু হয় বিয়ন্সের চার রাতব্যাপী ‘Cowboy Carter’ ট্যুর।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি ঘটে গত ৮ জুলাই। বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু সেদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের কাছে গাড়িটি পার্ক করেন। তাঁরা কিছু সময়ের জন্য ভেতরে যান। ফিরে এসে দেখতে পান, গাড়ির পেছনের জানালার কাচ ভাঙা এবং ভেতর থেকে দুটি স্যুটকেস চুরি গেছে।
স্যুটকেস দুটিতে ছিল—পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে বিয়ন্সের ওয়াটারমার্কযুক্ত অপ্রকাশিত গানের অ্যালবাম, শো’র পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরোনো ও ভবিষ্যৎ শো’র সেট লিস্ট সংরক্ষিত ছিল। এ ছাড়া আরও চুরি গেছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস।
পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চুরি হওয়া জিনিসগুলোর সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে তদন্তকারী দল গাড়িটি ঘিরে অনুসন্ধান চালায় এবং গাড়ির গায়ে দুটি হালকা আঙুলের ছাপও সংগ্রহ করে।
চুরির ঘটনায় এরই মধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করা হয়নি। চুরি যাওয়া জিনিসপত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য জানায়নি পুলিশ। বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেওয়া হয়নি।
কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এর আগে শাকিরাসহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন। অন্যদিকে, নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু ২০২৪ সালের সুপার বৌলের এক বিজ্ঞাপনে বিয়ন্সের সঙ্গে উপস্থিত ছিলেন। ওই বিজ্ঞাপনেই বিয়ন্স তাঁর ‘Cowboy Carter’ অ্যালবামের দুটি গান প্রথমবারের মতো প্রকাশ করেন, যা পরে বছরের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে মুক্তি পায়।
চুরির ঘটনায় বিয়ন্সের পারফরম্যান্স বা ট্যুরে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সংগীত অঙ্গনের অনেকেই বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন, বিশেষ করে অপ্রকাশিত গানের নিরাপত্তা ভঙ্গ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
তথ্যসূত্র: বিবিসি
বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা।
৭ ঘণ্টা আগে‘সর্দার জি ৩’ চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে অভিনয়ের সুযোগ দেওয়াকে ঘিরে দিলজিত দোশাঞ্জের বিরুদ্ধে ওঠা বিতর্কে এবার প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে দিলজিত তাঁর মত প্রকাশের পূর্ণ অধিকার রাখেন, তবে তিনি...
১১ ঘণ্টা আগে২০২৩ সালের সেপ্টেম্বরে জানা যায় ‘খেলা হবে’ নামের সিনেমা বানাচ্ছেন তানিম রহমান অংশু। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা শবনম বুবলী। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি শুটিং পর্যন্ত গড়ায়নি। অবশেষে অংশুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বুবলী। তবে কোনো সিনেমায় নয়, বুবলীকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। এটি বুবলীর প্রথম..
১৪ ঘণ্টা আগে২৫ জুলাই নাট্যদল অনুস্বরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঞ্চে আসছে দলটির নতুন প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’। এটি অনুস্বরের দ্বাদশ প্রযোজনা। ২৫ জুলাই সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। বিকেল ৫টায় প্রথম প্রদর্শনীর পর একই স্থানে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয়...
১৪ ঘণ্টা আগে