হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে গেছে। সিনেমা বানানোর আগে নিতে হয় তাঁর পরিবার থেকে অনুমতি। সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। শেষ পর্যন্ত অনুদানের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।
নির্মাতা জানান, অনুদানের জন্য জমা দেওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবেই হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই সিনেমাটি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।
সিনেমাটি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর যে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প থেকে লোভ সিনেমাটি নির্মাণ করব। আমরা চেষ্টা করব এই সিনেমা দিয়ে বিশ্ব সিনেমার অংশ হতে। এই চলচ্চিত্রে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে সেই ক্ল্যাসিক ক্যাথারসিস টার্ম কে হলে দারুণভাবে এক্সপেরিয়েন্স করবে।’
এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বানানোর জন্য অনুদান দেওয়া হয়েছে সরকারি অনুদান। ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৪টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। সাধারণ শাখায় ১৪টি সিনেমার প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর শিশুতোষ এবং প্রামাণ্যচিত্র শাখায় বাকি ৪টি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে।
হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর তাঁর লেখা গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা কঠিন হয়ে গেছে। সিনেমা বানানোর আগে নিতে হয় তাঁর পরিবার থেকে অনুমতি। সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। শেষ পর্যন্ত অনুদানের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।
নির্মাতা জানান, অনুদানের জন্য জমা দেওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবেই হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। তাই সিনেমাটি নিয়ে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই।
সিনেমাটি নিয়ে সঞ্জয় সমদ্দার বলেন, ‘এটা আমাদের জন্য আনন্দের খবর যে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প থেকে লোভ সিনেমাটি নির্মাণ করব। আমরা চেষ্টা করব এই সিনেমা দিয়ে বিশ্ব সিনেমার অংশ হতে। এই চলচ্চিত্রে আমরা এমন কিছু করার চেষ্টা করছি যাতে সেই ক্ল্যাসিক ক্যাথারসিস টার্ম কে হলে দারুণভাবে এক্সপেরিয়েন্স করবে।’
এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার বানানোর জন্য অনুদান দেওয়া হয়েছে সরকারি অনুদান। ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি ও সাধারণ শাখায় ১৪টি সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। সাধারণ শাখায় ১৪টি সিনেমার প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৭৫ লাখ টাকা করে, আর শিশুতোষ এবং প্রামাণ্যচিত্র শাখায় বাকি ৪টি চলচ্চিত্রকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা করে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৮ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১৭ মিনিট আগে