যাঁর সুরে মত্ত গোটা দুনিয়া, তিনি আর কেউ নন, সংগীতশিল্পী এ আর রাহমান। ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম কারিগর তিনি। বলিউড থেকে হলিউড, দেশীয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ—প্রতিটি জায়গায় তাঁর সুরের ছোঁয়া নতুন মাত্রা যোগ করেছে। অস্কার বিজয়ী এই সুরকার সংগীত পরিচালনা, গায়ক ও সংগীত গবেষক হিসেবেও সমান দক্ষ। গুণী এই শিল্পীকে নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।
সোনু নিগম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ আর রাহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। একই সঙ্গে তিনি রাহমানের সুরকার হিসেবে দক্ষতার প্রশংসা করেন এবং তাঁদের দীর্ঘদিনের কাজের সম্পর্কের কথা উল্লেখ করেন।
ও টু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রাহমান) খুব প্রশিক্ষিত গায়ক নন। তাঁর গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কী বলব? তিনি জানেন তাঁর কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে তিনি একজন মহান গায়ক।’
সোনু আরও বলেন, ‘তিনি একজন মহান সুরকার, তাই স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাঁর কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রাহমান।’
এর আগেও রাহমান সম্পর্কে সোনু নিগম মন্তব্য করেছেন। একবার তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।
তবে একই সাক্ষাৎকারে সোনু নিগম এ আর রাহমানের প্রশংসাও করেছেন। তিনি জানান, রাহমান তাঁকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লমহো কে দামান ম্যায়’ গানে তিনি একটি অংশ নিজে সুর করেছিলেন, যা এ আর রাহমান পছন্দ করে রেখে দেন।
সোনু নিগম ও এ আর রাহমান তিন দশক ধরে একসঙ্গে কাজ করেছেন এবং দিল সে সিনেমার ‘সাতরঙ্গি রে’ ও ‘ওয়াটার’ সিনেমার ‘আয়ো রে সখি’-এর মতো ক্লাসিক গান উপহার দিয়েছেন।
যাঁর সুরে মত্ত গোটা দুনিয়া, তিনি আর কেউ নন, সংগীতশিল্পী এ আর রাহমান। ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম কারিগর তিনি। বলিউড থেকে হলিউড, দেশীয় সংস্কৃতি থেকে আন্তর্জাতিক মঞ্চ—প্রতিটি জায়গায় তাঁর সুরের ছোঁয়া নতুন মাত্রা যোগ করেছে। অস্কার বিজয়ী এই সুরকার সংগীত পরিচালনা, গায়ক ও সংগীত গবেষক হিসেবেও সমান দক্ষ। গুণী এই শিল্পীকে নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম।
সোনু নিগম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, এ আর রাহমান ‘মহান কোনো গায়ক’ নন, তবে সব সময় সুরে থাকেন। একই সঙ্গে তিনি রাহমানের সুরকার হিসেবে দক্ষতার প্রশংসা করেন এবং তাঁদের দীর্ঘদিনের কাজের সম্পর্কের কথা উল্লেখ করেন।
ও টু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রাহমান) খুব প্রশিক্ষিত গায়ক নন। তাঁর গলার স্বর খুব সুন্দর। তিনি নিজেই নিজেকে কখনো মহান গায়ক বলেননি, তাহলে আমরা কী বলব? তিনি জানেন তাঁর কণ্ঠের টেক্সচার খুব সুন্দর, কিন্তু তিনি কখনো দাবি করেননি যে তিনি একজন মহান গায়ক।’
সোনু আরও বলেন, ‘তিনি একজন মহান সুরকার, তাই স্বাভাবিকভাবেই তিনি সব সময় সুরে থাকেন। আসল ব্যাপারটাই হলো সুরে থাকা। সুন্দর কণ্ঠ থাকলেও যদি কেউ সুরে না থাকেন, তাহলে কোনো লাভ নেই। তাঁর কণ্ঠ হয়তো অতটা মহান নয়, তবে তিনি সব সময় সুরে থাকেন, কারণ তিনি এ আর রাহমান।’
এর আগেও রাহমান সম্পর্কে সোনু নিগম মন্তব্য করেছেন। একবার তিনি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘যুবরাজ’ সিনেমার সংগীতকে ‘বেকার’ বলে সমালোচনা করেছিলেন।
তবে একই সাক্ষাৎকারে সোনু নিগম এ আর রাহমানের প্রশংসাও করেছেন। তিনি জানান, রাহমান তাঁকে সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন। ‘যোধা আকবর’ সিনেমার ‘ইন লমহো কে দামান ম্যায়’ গানে তিনি একটি অংশ নিজে সুর করেছিলেন, যা এ আর রাহমান পছন্দ করে রেখে দেন।
সোনু নিগম ও এ আর রাহমান তিন দশক ধরে একসঙ্গে কাজ করেছেন এবং দিল সে সিনেমার ‘সাতরঙ্গি রে’ ও ‘ওয়াটার’ সিনেমার ‘আয়ো রে সখি’-এর মতো ক্লাসিক গান উপহার দিয়েছেন।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১০ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১০ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১০ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১০ ঘণ্টা আগে