Ajker Patrika

প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে চাঁদপুরের তিন শিক্ষার্থী

মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৪, ১০: ৪০
প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে চাঁদপুরের তিন শিক্ষার্থী

প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় চাঁদপুরের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। এই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ফলে জেলায় খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে আছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইতিমধ্যে দেশের শীর্ষ পাঁচ বাস্কেটবল খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটির তিন খেলোয়াড়। দেশের হয়ে বাস্কেটবলের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, এসএসসি উত্তীর্ণ ইতি আক্তার এবং নবম শ্রেণির ফারহানা আক্তার। দেড় মাসের প্রশিক্ষণ শেষে তারা দেশে ফিরবে। প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির প্রচেষ্টায় পাঁচ বছরের দীর্ঘ অনুশীলনের মাধ্যমে নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে সক্ষম হয়েছে এই তিনজন।

চাঁদপুর জেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। ২০১৬ সালে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী। তিনি শুরু থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাসহ খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

ছবি:সংগৃহীতপ্রশিক্ষণের সুযোগ পাওয়া সুমাইয়া আক্তার দেশের হয়ে জাতীয় পর্যায়ে বাস্কেটবলে অবদান রাখতে চায়। ইতি আক্তারের স্বপ্ন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের বাস্কেটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। সব ধরনের খেলাধুলায় এগিয়ে থাকলেও ফারহানা আক্তারের বাস্কেটবলে রয়েছে বিশেষ দক্ষতা।

বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির মেয়েদের বাস্কেটবল ক্লাবের প্রশিক্ষক রাব্বি বকাউল জানান, বাস্কেটবলে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখায় মেয়েদের বাস্কেটবল ক্লাব দেশি বলার্স তাদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাস্কেটবলে উচ্চতর প্রশিক্ষণের জন্য দেশের পাঁচ খেলোয়াড়ের মধ্যে এই প্রতিষ্ঠানের তিনজন নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী আনন্দিত। আমাদের প্রতিষ্ঠান শিক্ষাসহ খেলাধুলার প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত