মুহাম্মদ মাসুদ আলম, চাঁদপুর প্রতিনিধি
প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় চাঁদপুরের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। এই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ফলে জেলায় খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে আছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইতিমধ্যে দেশের শীর্ষ পাঁচ বাস্কেটবল খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটির তিন খেলোয়াড়। দেশের হয়ে বাস্কেটবলের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, এসএসসি উত্তীর্ণ ইতি আক্তার এবং নবম শ্রেণির ফারহানা আক্তার। দেড় মাসের প্রশিক্ষণ শেষে তারা দেশে ফিরবে। প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির প্রচেষ্টায় পাঁচ বছরের দীর্ঘ অনুশীলনের মাধ্যমে নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে সক্ষম হয়েছে এই তিনজন।
চাঁদপুর জেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। ২০১৬ সালে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী। তিনি শুরু থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাসহ খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
প্রশিক্ষণের সুযোগ পাওয়া সুমাইয়া আক্তার দেশের হয়ে জাতীয় পর্যায়ে বাস্কেটবলে অবদান রাখতে চায়। ইতি আক্তারের স্বপ্ন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের বাস্কেটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। সব ধরনের খেলাধুলায় এগিয়ে থাকলেও ফারহানা আক্তারের বাস্কেটবলে রয়েছে বিশেষ দক্ষতা।
বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির মেয়েদের বাস্কেটবল ক্লাবের প্রশিক্ষক রাব্বি বকাউল জানান, বাস্কেটবলে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখায় মেয়েদের বাস্কেটবল ক্লাব দেশি বলার্স তাদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাস্কেটবলে উচ্চতর প্রশিক্ষণের জন্য দেশের পাঁচ খেলোয়াড়ের মধ্যে এই প্রতিষ্ঠানের তিনজন নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী আনন্দিত। আমাদের প্রতিষ্ঠান শিক্ষাসহ খেলাধুলার প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী।’
প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় চাঁদপুরের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। এই প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ফলে জেলায় খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে আছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ইতিমধ্যে দেশের শীর্ষ পাঁচ বাস্কেটবল খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটির তিন খেলোয়াড়। দেশের হয়ে বাস্কেটবলের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, এসএসসি উত্তীর্ণ ইতি আক্তার এবং নবম শ্রেণির ফারহানা আক্তার। দেড় মাসের প্রশিক্ষণ শেষে তারা দেশে ফিরবে। প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও চাঁদপুর বাস্কেটবল একাডেমির প্রচেষ্টায় পাঁচ বছরের দীর্ঘ অনুশীলনের মাধ্যমে নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে সক্ষম হয়েছে এই তিনজন।
চাঁদপুর জেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি। ২০১৬ সালে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন সাবেক সচিব বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী। তিনি শুরু থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাসহ খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ করে দিয়েছেন। এ সুযোগ কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
প্রশিক্ষণের সুযোগ পাওয়া সুমাইয়া আক্তার দেশের হয়ে জাতীয় পর্যায়ে বাস্কেটবলে অবদান রাখতে চায়। ইতি আক্তারের স্বপ্ন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের বাস্কেটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। সব ধরনের খেলাধুলায় এগিয়ে থাকলেও ফারহানা আক্তারের বাস্কেটবলে রয়েছে বিশেষ দক্ষতা।
বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির মেয়েদের বাস্কেটবল ক্লাবের প্রশিক্ষক রাব্বি বকাউল জানান, বাস্কেটবলে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখায় মেয়েদের বাস্কেটবল ক্লাব দেশি বলার্স তাদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার উদ্দিন পাটোয়ারী বলেন, ‘বাস্কেটবলে উচ্চতর প্রশিক্ষণের জন্য দেশের পাঁচ খেলোয়াড়ের মধ্যে এই প্রতিষ্ঠানের তিনজন নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী আনন্দিত। আমাদের প্রতিষ্ঠান শিক্ষাসহ খেলাধুলার প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী।’
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১০ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে