Ajker Patrika

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্প্রিং ২০২৪ এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ শেষ হয়েছে। গতকাল রোববার ঢাকার অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের অডিটরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। 

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন–বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বিশেষ অতিথি লক্ষ্মীপুর ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের (ইউনানি) অধ্যক্ষ রওশন জাহান ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন। 

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘নবীনরাই হচ্ছে আমাদের প্রাণশক্তি, তারাই এদেশের ভবিষ্যৎ নির্মাতা। এই বিশ্ববিদ্যালয় নৈতিকতা, জ্ঞান, সততা ও সমৃদ্ধ শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়তে চায়। আজকে যারা এই ক্যাম্পাসে নতুন, সেই তোমরাই হবে সেই প্রত্যাশার কাঙ্ক্ষিত পথিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত