জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধায় ব্যয় হবে ২১১ কোটি ৭৭ লাখ টাকা, যা মূল বাজেটের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। যেখানে শিক্ষার্থী কল্যাণে বরাদ্দ শূন্য।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সিনেটের ৪১তম অধিবেশনে এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ বাজেট উত্থাপন করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয় আয় করবে ৩৯ কোটি টাকা ৩২ লাখ টাকা।
অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ৩১৮ কোটি ৭৩ লাখ টাকা। এ বছর সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ১৯ কোটি ৯৬ লাখ টাকা।
বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৪৫ শতাংশ। প্রাথমিক স্বাস্থ্য সহায়তায় ৪৫ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ১৫ শতাংশ। পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ টাকা। যা মোট বাজেটের ২২ দশমিক ৬০ শতাংশ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৬৪ শতাংশ।
এ ছাড়া যন্ত্রপাতি খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৭৩ শতাংশ। যানবাহন ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৬ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৩ শতাংশ। অন্যান্য ও মূলধন জাতীয় বরাদ্দ ১ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৫৬ শতাংশ। অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৪৪ শতাংশ।
সিনেট অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, সিনেটের শিক্ষক প্রতিনিধি ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধিরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধায় ব্যয় হবে ২১১ কোটি ৭৭ লাখ টাকা, যা মূল বাজেটের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। যেখানে শিক্ষার্থী কল্যাণে বরাদ্দ শূন্য।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সিনেটের ৪১তম অধিবেশনে এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ বাজেট উত্থাপন করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয় আয় করবে ৩৯ কোটি টাকা ৩২ লাখ টাকা।
অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ৩১৮ কোটি ৭৩ লাখ টাকা। এ বছর সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ১৯ কোটি ৯৬ লাখ টাকা।
বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৪৫ শতাংশ। প্রাথমিক স্বাস্থ্য সহায়তায় ৪৫ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ১৫ শতাংশ। পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ টাকা। যা মোট বাজেটের ২২ দশমিক ৬০ শতাংশ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৬৪ শতাংশ।
এ ছাড়া যন্ত্রপাতি খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৭৩ শতাংশ। যানবাহন ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৬ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৩ শতাংশ। অন্যান্য ও মূলধন জাতীয় বরাদ্দ ১ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৫৬ শতাংশ। অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৪৪ শতাংশ।
সিনেট অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, সিনেটের শিক্ষক প্রতিনিধি ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধিরা।
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
১৭ মিনিট আগেযুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
১১ ঘণ্টা আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
১ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ দিন আগে