Ajker Patrika

জাবির ২১১ কোটি টাকার বাজেটে বেতন-ভাতায় বরাদ্দ ৭৫ শতাংশ, শিক্ষার্থী কল্যাণে শূন্য

জাবি সংবাদদাতা
আপডেট : ৩০ জুন ২০২৪, ০১: ০২
জাবির ২১১ কোটি টাকার বাজেটে বেতন-ভাতায় বরাদ্দ ৭৫ শতাংশ, শিক্ষার্থী কল্যাণে শূন্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও অবসর সুবিধায় ব্যয় হবে ২১১ কোটি ৭৭ লাখ টাকা, যা মূল বাজেটের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। যেখানে শিক্ষার্থী কল্যাণে বরাদ্দ শূন্য।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সিনেটের ৪১তম অধিবেশনে এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ বাজেট উত্থাপন করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৭৯ কোটি ১২ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয় আয় করবে ৩৯ কোটি টাকা ৩২ লাখ টাকা।

অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ৩১৮ কোটি ৭৩ লাখ টাকা। এ বছর সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ১৯ কোটি ৯৬ লাখ টাকা।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ২২ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৪৫ শতাংশ। প্রাথমিক স্বাস্থ্য সহায়তায় ৪৫ লাখ টাকা। যা মোট বাজেটের দশমিক ১৫ শতাংশ। পণ্য ও সেবা (সাধারণ আনুষঙ্গিক) ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ টাকা। যা মোট বাজেটের ২২ দশমিক ৬০ শতাংশ। পণ্য ও সেবা (রক্ষণাবেক্ষণ ও মেরামত) খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৬ লাখ টাকা। যা মোট বাজেটের ২ দশমিক ৬৪ শতাংশ।

এ ছাড়া যন্ত্রপাতি খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৭৩ শতাংশ। যানবাহন ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৬ শতাংশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৬৩ শতাংশ। অন্যান্য ও মূলধন জাতীয় বরাদ্দ ১ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট বাজেটের শূন্য দশমিক ৫৬ শতাংশ। অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২৩ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৪৪ শতাংশ।

সিনেট অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান, সিনেটের শিক্ষক প্রতিনিধি ও রেজিস্ট্রার গ্র্যাজুয়েট প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত