Ajker Patrika

বিন্দুবাসিনী বালিকা বিতর্ক ক্লাব বিতর্কে অনন্য

রাদিয়া শানজান ইশমা
বিন্দুবাসিনী বালিকা বিতর্ক ক্লাব বিতর্কে অনন্য

দেশের স্কুল বিতর্কের জগতে উজ্জ্বল নাম টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিটিভি মা ও শিশু বিতর্কে চ্যাম্পিয়ন, সমকাল বিজ্ঞান বিতর্কে জাতীয় অর্জনসহ বিতর্কে বিদ্যালয়টির আছে অনেক অর্জন। এই অর্জনের ধারা অব্যাহত রাখতে, চিন্তা ও মুক্তির দ্বার যুক্তির ধারে উন্মোচন করতে যাত্রা শুরু করেছে বিন্দুবাসিনী বালিকা বিতর্ক ক্লাব। বিতর্কের মাধ্যমে জ্ঞান ও চেতনাকে জাগ্রত করা এবং পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দেওয়ার জন্য এর সূচনা। 

জ্ঞানভিত্তিক পৃথিবীতে নেতৃত্ব দিতে, নতুন পৃথিবীর সঙ্গে যুক্ত থাকতে, বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে বিতর্ক একটি মাধ্যম হতে পারে। এই ভাবনা থেকেই গত ২০ মার্চ বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে বিন্দুবাসিনী বালিকা বিতর্ক ক্লাব। এ ক্লাবের চৌকস বিতার্কিক দলের নেতৃত্বে আছেন প্রধান শিক্ষক কানিজ সালমা, সিনিয়র শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন ও জাহানারা বেগম। সূচনালগ্ন থেকে ক্লাবটি ভবিষ্যৎ বিতার্কিক দল গড়ে তুলতে তৎপর হয়েছে। সম্প্রতি মা ও শিশু বিতর্কে ঢাকার বনানী বিদ্যানিকেতনকে হারিয়ে দেয় বিন্দুবাসিনী বিতর্ক ক্লাব। শুধু বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণই নয়, ক্লাবটি টাঙ্গাইল জেলার স্বনামধন্য বিদ্যালয়গুলোর মধ্যে আন্তবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শুরু করেছে। 

বিন্দুবাসিনী বালিকা বিতর্ক ক্লাবের সভাপতি ফাবিহা জাবিন খান জানিয়েছেন, ক্লাবটি শুরু থেকে সুসংবদ্ধভাবে কাজ করছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিতর্ক উৎসব করার চেষ্টা করছে বিন্দুবাসিনী বালিকা বিতর্ক ক্লাব। প্রশিক্ষণের মাধ্যমে বিতার্কিক দলের মানোন্নয়নে জোর দিয়েছে ক্লাবটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত