মো. গোলাম রব্বানী
দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কিন্তু চুয়েটের হলে মানসম্মত ইন্টারনেট-সেবা না পাওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সরবরাহ করা ইন্টারনেট-সুবিধার পাশাপাশি ফি পরিশোধের মাধ্যমে বাণিজ্যিকভাবে ‘ইনফোকম’ নামের একটি প্রতিষ্ঠান এই ক্যাম্পাসে ইন্টারনেট সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটির নিম্নমানের সেবায় অতিষ্ঠ শিক্ষার্থীরা। নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অথচ অনলাইনভিত্তিক পড়াশোনা, চাকরির মৌখিক পরীক্ষা থেকে শুরু করে ই-লার্নিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট কিংবা যেকোনো প্রশ্ন সমাধানের প্রস্তুতির জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। কচ্ছপগতির ইন্টারনেট-ব্যবস্থায় সেসব ঠিকমতো করা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর জন্য হল কর্তৃপক্ষ পুরো হলের রাউটার, হাব ও ইন্টারনেট-সংযোগের তারগুলো নতুনভাবে স্থাপন করেছে। কিন্তু ইন্টারনেট ব্যান্ডউইডথ কম থাকায় পর্যাপ্ত সুবিধা মিলছে না। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা ইন্টারনেটের মান বাড়াতে হবে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট।
সম্প্রতি বঙ্গবন্ধু হলে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা উন্নত করার তাগিদ দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তবে সময় গেলেও সমাধানের লক্ষণীয় কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই ভুক্তভোগী শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর দাবি জানাই।
লেখক: শিক্ষার্থী, চুয়েট
দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কিন্তু চুয়েটের হলে মানসম্মত ইন্টারনেট-সেবা না পাওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সরবরাহ করা ইন্টারনেট-সুবিধার পাশাপাশি ফি পরিশোধের মাধ্যমে বাণিজ্যিকভাবে ‘ইনফোকম’ নামের একটি প্রতিষ্ঠান এই ক্যাম্পাসে ইন্টারনেট সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটির নিম্নমানের সেবায় অতিষ্ঠ শিক্ষার্থীরা। নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অথচ অনলাইনভিত্তিক পড়াশোনা, চাকরির মৌখিক পরীক্ষা থেকে শুরু করে ই-লার্নিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট কিংবা যেকোনো প্রশ্ন সমাধানের প্রস্তুতির জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। কচ্ছপগতির ইন্টারনেট-ব্যবস্থায় সেসব ঠিকমতো করা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর জন্য হল কর্তৃপক্ষ পুরো হলের রাউটার, হাব ও ইন্টারনেট-সংযোগের তারগুলো নতুনভাবে স্থাপন করেছে। কিন্তু ইন্টারনেট ব্যান্ডউইডথ কম থাকায় পর্যাপ্ত সুবিধা মিলছে না। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা ইন্টারনেটের মান বাড়াতে হবে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট।
সম্প্রতি বঙ্গবন্ধু হলে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা উন্নত করার তাগিদ দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তবে সময় গেলেও সমাধানের লক্ষণীয় কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই ভুক্তভোগী শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর দাবি জানাই।
লেখক: শিক্ষার্থী, চুয়েট
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১২ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে